রবিবার, ২২শে সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১


মায়ামিতে যে জার্সি নম্বর পাচ্ছেন মেসি


প্রকাশিত:
২৬ জুন ২০২৩ ১৭:৫৫

আপডেট:
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৫

 ফাইল ছবি

বিশ্ব ফুটবলের চোখ এখন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে। কারণটাও কারও অজানা নয়। আগামী জুলাইয়ে মার্কিন মুল্লুকের অখ্যাত ক্লাব ইন্টার মায়ামির হয়ে অভিষেক হতে যাচ্ছে আর্জেন্টাইন বিশ্বজয়ী লিওনেল মেসির।

সকার লিগে একের পর এক হারে মায়ামি পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও ফুটবলের মহাতারার যোগ দেওয়ার খবরে হু হু করে বাড়ছে চাহিদা।

মায়ামির হয়ে মেসির অভিষেক ম্যাচতো বটেই, পুরো সিজনের টিকিটই বিক্রি হয়ে গেছে বলে খবর। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ক্লাবটির অনুসারী প্রতি সেকেন্ডে বাড়ছে।

মায়ামির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা এখনো শেষ না হলেও এরই মধ্যে খবর, আগামী ২১ জুলাই ইন্টার মায়ামির হয়ে অভিষেক হতে যাচ্ছে মেসির।

লিগ কাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর দল ক্রুজ আজুলের বিপক্ষে আর্জেন্টাইন তারকার অভিষেক হবে বলে মার্কিন সংবাদমাধ্যম মায়ামি হেরার্ল্ডকে জানিয়েছেন ক্লাবটির ব্যবস্থাপনা মালিক হোর্হে মাস।

নতুন ক্লাবে কত নম্বর জার্সি পরবেন মেসি? এ প্রশ্ন ইতোমধ্যেই ভক্তদের মনে জাগছে। পুরনো ক্লাব বার্সেলোনায় প্রিয় ‘১০ নম্বর’ জার্সি পরে একের পর এক ইতিহাস গড়েছেন মেসি। নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন এলএমটেন নামে।

তবে কাতালান ক্লাবটির সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে প্যারিসের ক্লাব পিএসজিতে মেসি মাঠ মাতিয়েছেন ‘৩০ নম্বর’ জার্সিতে।

এদিকে, মায়ামিতে প্রত্যাশিতভাবেই পুরনো ‘১০ নম্বর’ জার্সি পাচ্ছেন মেসি। সম্প্রতি আর্জেন্টাইন মহাতারকার জন্মদিনের দিন গত ২৪ জুন মায়ামির শুভেচ্ছাবার্তার এক পোস্টে তেমনই ইঙ্গিত মিলেছে। কালো রঙের ব্যাকগ্রাউন্ডে গ্রাফিতি ঢংয়ে ক্লাবটি লিখেছে ‘ফেলিজে কাম্পলিয়ো ১০’। স্প্যানিশ শব্দটির অনুবাদ করলে অর্থ দাঁড়ায় ‘শুভ জন্মদিন ১০’।

চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে ১৮ ম্যাচে মাত্র ৫টিতে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। বাকি ১৩ ম্যাচের সবগুলোতেই হেরেছে। ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের একদম তলানিতে অবস্থান করছে মেসির নতুন ক্লাব। মায়ামি সমর্থকদের এখন আশা ভরসা একজন লিওনেল মেসিতে। ক্লাবটির হয়ে মেসির অভিষেকের অপেক্ষার প্রহর গুনছেন সমর্থকরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top