রবিবার, ২২শে সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১


‘মেসি রোনালদোর চেয়ে এগিয়ে আমি’


প্রকাশিত:
১১ জুলাই ২০২৩ ১৭:৪২

আপডেট:
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৫

 ফাইল ছবি

মেসি কিংবা রোনালদো নন, জাতীয় দলের হয়ে এই মুহুর্তে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। এ দাবি, আর কারও নয়। ছেত্রী নিজেই নিজের ব্যাপারে এমন মন্তব্য করেছেন। জাতীয় দলের জার্সিতে তার অর্জনও কম নয়।

এখন পর্যন্ত চারবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা পেয়েছেন ছেত্রী। একবার এএফসি চ্যালেঞ্জ কাপের শিরোপাও আছে তার। সবমিলিয়ে ভারতের নীলে বেশ উজ্জ্বলই বলা যায় ভারতীয় অধিনায়ককে।

জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি গোলের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদো, আল দাইয়ি এবং লিওনেল মেসির পরেই আছেন ভারতের সুনীল ছেত্রী। ভারতের জার্সিতে ১৪২ ম্যাচে করেছেন ৯২ গোল। ১০০ গোলের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ৮ গোল দরকার তার।

ম্যাচপ্রতি তার গোলসংখ্যা দশমিক ৬৫। এই হিসেবে অবশ্য ইরানের আল দাইয়ির চেয়েও ভাল অবস্থানে আছেন ভারতীয় অধিনায়ক। তার সামনে আছেন কেবল লিওনেল মেসি (০.৫৯) আর ক্রিশ্চিয়ানো রোনালদো (০.৬২)

ছেত্রীর নিজের কথাতেও এবার পাওয়া গেলো আত্মতুষ্টির ছাপ। ভারতীয় সংবাদমাধ্যমের কাছে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষ দশে আমি আছি। অন্য ৯ জনের সঙ্গে আমার কোনো তুলনাই হয় না। আমি অন্যদের মতোই মেসি ও রোনালদোর বড় ভক্ত। তাদের সঙ্গে আমার কোনো তুলনাই হয় না। আমি এই তালিকাকেও খুব গুরুত্ব কখনো দিই না। তবে হ্যাঁ, জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার বিষয়ে আমি মেসি–রোনালদোদের চেয়ে হয়তো কিছুটা এগিয়ে আছি।

ফুটবল বিশ্বে ভারতের অবস্থান বিবেচনায় বেশ শক্তিশালী কিছু দলের বিপক্ষেই গোলের দেখা পেয়েছেন সুনীল ছেত্রী। সাফ অঞ্চলের বিভিন্ন দেশের সাথে নিয়মিত গোল করেছেন তিনি। এর পাশাপাশি সিরিয়া, বাহরাইন, দক্ষিণ কোরিয়া, ক্যামেরুন, ফিলিস্তিন, নিউজিল্যান্ড কিংবা উত্তর কোরিয়ার মত দেশের বিপক্ষেও গোল আছে তার।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top