রবিবার, ২২শে সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১


তাসকিনের অন্যরকম ‘ফিফটি’


প্রকাশিত:
১৭ জুলাই ২০২৩ ০০:৪৫

আপডেট:
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৪

ছবি সংগৃহিত

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলকে পেসার তাসকিন আহমেদ। আজ সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নেমে শুরুতেই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফেরান এই পেসার। এর মধ্য দিয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে উইকেটের ফিফটি পূর্ণ করলেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত গুরবাজের পর আরেক আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাইকেও সাজঘরে ফিরিয়েছেন তাসকিন।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫৪ ম্যাচে ৫১ উইকেট শিকার করেছেন তাসকিন। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে ৫০ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

এখন পর্যন্ত ১১৭ ম্যাচে সাকিব ১৩৮টি ও মোস্তাফিজ ৮৫ টি-টোয়েন্টিতে ১০১ উইকেট শিকার করেছেন। ১৩৮ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সাকিব।

২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাসকিনের। ক্যারিয়ারে দু’বার ইনিংসে ৪ উইকেট নেন তাসকিন। এরমধ্যে গত মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তাসকিন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top