রবিবার, ২২শে সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১


ঝলক দেখালেও জয়বঞ্চিত মুশফিক-তাসকিনরা


প্রকাশিত:
২৩ জুলাই ২০২৩ ১৭:৫২

আপডেট:
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৩

 ফাইল ছবি

১০ ওভারের জিম-আফ্রো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিশ্রাম নেই মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদদের। পরপর দুদিনই তারা মাঠে নেমেছিলেন। প্রথমদিন তো অল্প সময়ের ব্যবধানে দুই ম্যাচ খেলেছিলেন তাসকিন।

গতকাল (শনিবার) বুলাওয়ে ব্রেভসের তৃতীয় ম্যাচেও এই টাইগার পেসার জ্বলে উঠেছিলেন। নির্ধারিত দুই ওভারে ১৮ রানে ১ উইকেট নেন তিনি। একইদিন জোবার্গ বাফেলোর হয়ে মুশফিকুর রহিম শেষদিকে নেমে ১২ বলে ১৯ রান করেন। তবে ম্যাচটি শেষ পর্যন্ত হেরে গেছেন মুশফিকরা।

আসরের উদ্বোধনী দিনে মুশফিক-তাসকিন মুখোমুখি হয়েছিলেন। ম্যাচটিতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠ ছাড়ার আগে ১১ রানেই তিন উইকেটের দুর্দান্ত স্পেল করেন তাসকিন। তাদের প্রতিপক্ষ বাফেলোর হয়ে মুশফিক করেন ২৩ বলে ৪৬ রান। তবে সেই ম্যাচটি মুশফিকের দল জিতে নেয়।

গত রাতে হারারেতে ডারবানের মুখোমুখি হয় টাইগার উইকেটরক্ষক ব্যাটারের দল বাফেলো। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক ও সাবেক পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ইংলিশ ব্যাটার টম ব্যান্টন এক পাশ দিয়ে ঝড় তুললেও অন্য পাশে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল।

উইল স্মিথ, হাফিজ, ইউসুফ পাঠানরা কেউই দ্রুতগতিতে রানের চাকা বাড়াতে পারেননি। অষ্টম ওভারে আউট হওয়ার আগে করেছিলেন ১২ বলে ১৯ রান। তবে ব্যান্টনের ৩১ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে জোবার্গ বাফেলোস তোলে ৯৪ রান।

সেই রান তাড়ায় আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের ২৩ বলে ৪১ রানের ইনিংসে ৫ বল বাকি থাকতেই টপকে যায় ডারবান কালান্দার্স। এ নিয়ে দুই ম্যাচে মুশফিকদের জয় একটিতে।

অপরদিকে, টস জিতে কেপটাউনের বিপক্ষে আগে ব্যাট করে বুলাওয়ে ব্রেভস। এদিন কোনো ব্যাটারই সেভাবে জ্বলে উঠতে পারেননি। আগেরদিন ঝলক দেখানো দলটির অধিনায়ক সিকান্দার রাজা করেছেন ১৮ বলে মাত্র ১৭ রান। তাতে বুলাওয়ের তুলতে পারে ৮৬ রান। পরে বল হাতে তাসকিন তাদের ভালো শুরু এনে দেন। প্রথম ওভারেই ফেরান আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে।

তবে টি-টেনের মতো মারকাটারি ফরম্যাটে তাদের পুঁজি জয়ের জন্য যথেষ্ট ছিল না। যা প্রতিপক্ষ কেপটাউনের ব্যাটেই টের পাওয়া যায়। ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় তারা। এ নিয়ে তিন ম্যাচে দুই হারের বিপরীতে তাসকিনদের জয় মাত্র একটি। তিন ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তাসকিন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top