রবিবার, ২২শে সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১


বিশ্বকাপে ভালো করতে আশাবাদী মুশফিক-তাসকিন


প্রকাশিত:
৯ আগস্ট ২০২৩ ০১:১২

আপডেট:
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৭

 ফাইল ছবি

বিশ্বকাপ ট্রফি কাছে পেয়ে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশের ক্রিকেটাররা। আইসিসির মেগা আসরটি শুরু হতে দুই মাসেরও কম সময় বাকি আছে। মিরপুরের হোম অফ ক্রিকেটে টাইগাররা শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত।

এরই মাঝে সেখানে এসে হাজির বিশ্বকাপ ট্রফি। একে একে সেই স্মারকের সঙ্গে ফটোসেশন সেরে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদরা।

বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিক বলছেন, ‘বড় টুর্নামেন্টে অভিজ্ঞতা অবশ্যই ম্যাটার করে, কাগজে-কলমে যতোই ভালো হই-না কেনো নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে। আমি অনেক ভাগ্যবান যে শেষ চারটা বিশ্বকাপেই খেলেছি। যদি এই বছরও ইনশা-আল্লাহ খেলে থাকি; সে কারণে চাইবো যে শেষ চারটা বিশ্বকাপে যেমন খেলেছি, তার চেয়ে যেন অনেক বেশি ভালো খেলতে পারি।’

দল হয়ে ভালো করার কথা উল্লেখ করেন মুশফিকম, ‘ভালো করার বিষয়ে আমাদের সামর্থ্য ও বিশ্বাসটা আছে। সবকিছু নির্ভর করে নির্দিষ্ট দিনে আমরা কিভাবে শুরুটা করি। তো আমার কাছে মনে হয় শুরুটা যেন ভালোভাবে করতে পারি।’

বিশ্বকাপে বাংলাদেশের পেস বিভাগের নেতৃত্বে থাকবেন তাসকিন-মুস্তাফিজরা। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা তাসকিন বলেন, ‘আসলে এটা শুনতে খুব আনন্দের যে আমাদের ফাস্ট বোলাররা ভালো করছে। পেসারদের উন্নতির জন্য সর্বশেষ কিছু বছর আমরা কঠোর পরিশ্রম করছি। সামনে আরও উন্নতির লক্ষ্যে কষ্ট করে যাচ্ছি, যেন আরও ভালো কিছু করতে পারি। আসন্ন বিশ্বকাপেও আমরা খুব আশাবাদী যে ভালো কিছু হবে, ইনশা-আল্লাহ।’

আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ভারত বিশ্বকাপের পর্দা উঠবে। এর দুদিন পর (৭ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। নিজেদের ম্যাচগুলো সাকিব-তামিমরা ছয়টি ভেন্যুতে খেলবেন। ৯ ম্যাচের মধ্যে দুইটি করে ম্যাচ চলবে কলকাতা, ধর্মশালা ও পুনেতে। এছাড়া একটি করে ম্যাচ হবে মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top