শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস


প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৩ ১১:১৬

আপডেট:
১৭ মে ২০২৪ ১৬:৩১

ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম অঘটনের জন্ম দিয়েছে নেদারল্যান্ডস। অপরদিকে এখনও হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ (শনিবার) দল দুটি মুখোমুখি হয়েছে। ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

বিশ্বকাপের ১৯তম ম্যাচে আজ লখনৌর ইকানা স্টেডিয়ামে খেলতে নেমেছে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস। রৌদ্রোজ্জ্বল ভেন্যুটির পিচ কিছুটা ঘাসে ঢাকা। এর ফাঁকে উঁকি দিচ্ছে লালচে মাটি। পিচ রিপোর্টে ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার সিমারদের কিছুটা সহায়তা মিলতে পারে বলে আভাস দিয়েছেন। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা বেশি সুবিধা পেতে পারেন।

পাঁচ মাস আগে দু’দল সর্বশেষ বিশ্বকাপের বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল। তখন অবশ্য পরিস্থিতি কিছুটা ভিন্ন ছিল। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচেই হেসেখেলে নেদারল্যান্ডসকে হারিয়েছিল লঙ্কানরা। শুধু তাই নয়, শ্রীলঙ্কার বিপক্ষে এখনও কোনো ম্যাচে প্রতিদ্বন্দ্বীতাই গড়তে পারেনি ডাচরা। দুই দলের পাঁচবারের মোকাবিলায় পাঁচবারই লঙ্কানরা জিতেছে।

প্রোটিয়াদের বিপক্ষে রূপকথা লেখা একাদশ অপরিবর্তিত রেখেছে ডাচরা। টসের সময় অধিনায়ক এডওয়ার্ডস জয়ের প্রত্যাশার কথা জানিয়েছেন। বিপরীতে ইনজুরিপ্রবণ শ্রীলঙ্কা একাদশে দুটি পরিবর্তন এনেছে। অফফর্মে থাকা দুনিথ ভেল্লালাগের পরিবর্তে দুশান হেমান্থ এবং লাহিরু কুমার পরিবর্তে ফিরেছেন কাসুন রাজিথা।

নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কোলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাখ, রুলফ ভ্যান ডার মারওয়ি, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকেরান।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুশান হেমন্থ, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশাঙ্কা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top