রবিবার, ২২শে সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১


ডি কক-ডুসেনের জোড়া শতকে রানের পাহাড় দক্ষিণ আফ্রিকার


প্রকাশিত:
১ নভেম্বর ২০২৩ ১৯:১৭

আপডেট:
২২ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৫

ছবি সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নামলেই প্রতিপক্ষের উপরে চাপিয়ে দিচ্ছে রানের পাহাড়। বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে এসেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে টেম্বা বাভুমার দল। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডুসেনের জোড়া শতকে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রানের বড় সংগ্রহ পেয়েছে প্রোটিয়ারা।

বিশ্বকাপে দুই দলের আটবারের দেখায় কিউইদের জয় ছয়টিতে, দক্ষিণ আফ্রিকার জয় দুইটিতে। ২০১৯ সালে সর্বশেষ বিশ্বকাপে ৪ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড। বিশ্বকাপে টানা চার জয়ের পর টানা দুই ম্যাচ হেরেছে নিউজিল্যান্ড। আজ একাদশে এক পরিবর্তন এনেছে কিউইরা। লকি ফার্গুসনের জায়গায় একাদশে ঢুকেছেন অভিজ্ঞ পেসার টিম সাউদি। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে নামছে দক্ষিণ আফ্রিকাও। লেগ স্পিনার তাবরেজ শামসির জায়গায় আজ একাদশে ফিরেছেন কাগিসো রাবাদা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় দুই দক্ষিণ আফ্রিকান ওপেনার। পয়ায়ার প্লেতে দেখেশুনে খেলতে থাকেন ডি কক ও বাভুমা। তবে ইনিংসের নবম ওভারে কিউইদের হয়ে প্রথম আঘাত হানেন পেসার ট্রেন্ট বোল্ট। ২৮ বলে ২৪ রান করে ড্যারেল মিচেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন প্রোটিয়া অধিনায়ক।

দ্বিতীয় উইকেট জুটিতে ক্রিজে নামেন রাসি ফন ডার ডুসেন। এই ডানহাতি ব্যাটারকে সঙ্গে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন ডি কক। নিজেদের স্বভাবসুলভ ক্রিকেট খেলে কিউই বোলারদের উপর চড়াও হতে থাকেন এই দুই ব্যাটার।

মিডেল ওভারে নিউজিল্যান্ড বোলাররা চেষ্টা করেও উইকেটের দেখা পাচ্ছিল না। দুর্দান্ত ব্যাটিংয়ে দুই ব্যাটারই তুলে নেন তাদের অর্ধশতক। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক ডি কক শতক হাঁকিয়ে নিজেকে আরো উপরে নিয়ে গেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে ২০০ রানের বিধ্বংসী পার্টনারশিপ গড়ে আউট হন ডি কক। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পাওয়া টিম সাউদির বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ১১৬ বলে ১১৪ রান করেন এই ওপেনার।

অপরদিকে ডি কক ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন ডুসেন। এবারের বিশ্বকাপে নিজের প্রথম শতকও তুলে নেন এই ডানহাতি ব্যাটার। তৃতীয় উইকেট জুটিতে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের ভীত গড়েন রাসি। ৪৩ বলে ৭৮ রানের জুটি গড়েন তারা।

ডুসেনের ১১৮ বলে ১৩৩ রানের বিধ্বংসী ইনিংসে বিশাল সংগ্রহের পথে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে মিলারের ৩০ বলে ৫৩ রানের ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের হয়ে ২টি উইকেট শিকার করেন টিম সাউদি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top