রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


শেখ রাসেল মিনি ফুটবল বিশ্বকাপ-২০২৩

‘খেলাধুলা আমাদের দেহ মনকে প্রশান্তি এনে দেয়’


প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২৩ ০৯:১৪

আপডেট:
১৫ নভেম্বর ২০২৩ ০৯:৫১

ঢাকা-০৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু এমপি বলেছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আমাদের দেহ মনকে প্রশান্তি এনে দেয়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীর্ঘ প্রায় একমাসের জমজমাট লড়াই শেষে গতকাল মঙ্গলবার ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামলো ‘শেখ রাসেল মিনি ফুটবল বিশ্বকাপ-২০২৩’ এর।

তুমুল প্রতিযোগিতাপূর্ণ ফাইনালে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পায় ইংল্যান্ড। দলের অধিনায়ক মাহির দুই গোল করেন। ক্রোয়েশিয়া দলের তাহসিন টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বেশি গোল করে ‘গোল্ডেন বুট’ জিতেছেন ইংল্যান্ড দলের মাহির।

‘‘মনের সুখ খেলা, খেলায় নেই হেলা’’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে বুধবার (১৮ অক্টোবর) উদ্বোধনী খেলার মাধ্যমে শুরু হয় মিনি ফুটবল টুর্নামেন্টটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামসুদ্দিন ভূইয়া সেন্টু বলেন, পড়াশোনায় যেমন আমরা সেরা, খেলাধুলাতেও দেশ তথা বিশ্ব সেরা হতে চাই। তোমরাই পারবে এ বিজয় ছিনিয়ে আনতে।

প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, “সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিকভাবে এখন পরিচিত। আমরা পড়াশোনা, খেলাধুলা এবং সকল কো-কারিকুলাম কার্যক্রমের মাধ্যমে অলরাউন্ডার হয়ে সারা দেশ তথা বিশ্বকে তাক লাগিয়ে দিবো। তোমরা এগিয়ে যাও।”

ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন, লেকচার পাবলিকশনের চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর মাহামুদুল হাসান, গভর্নিং বডির সদস্য মো জাহাঙ্গীর আলম, সারোয়ার আরিফ উদ্দিন, ডা. আব্দুল হালিম ভূইয়া এবং এমপি’র পিএস মো. জিয়াউদ্দিন জিয়া। উপস্থিত সবাই কোমলমতি শিশুদের পড়াশোনা ও খেলাধুলায় উৎসাহিত করে বক্তব্য প্রদান করেন।

এছাড়াও প্রতিষ্ঠানের দুই শাখার সহকারী প্রধান শিক্ষক, ইংলিশ ভার্সন ইনাচার্জ ও ইনচার্জরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলা পরিচালনা করেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ জুনিয়র স্পোর্টস ক্লাবের সম্পাদক ওমর ফারুক মোল্লা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top