শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


বাংলাদেশের বছরের শেষ ম্যাচ আজ


প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৩ ১০:২৫

আপডেট:
৩ মে ২০২৪ ১৭:৫২

সংগৃহীত ছবি

চোখের পলকেই কেটে যায় সময়। ২০২৩ সালের ডিসেম্বর মাস চলছে। চলতি বছরে বাংলাদেশ ফুটবল দলের শেষ আন্তর্জাতিক ম্যাচ আজ। বিকেল তিনটায় কমলাপুর স্টেডিয়ামে সাবিনারা সিঙ্গাপুরের মুখোমুখি হবে।

জাতীয় পুরুষ ফুটবল দলের আগামী বছর মার্চের আগে আর খেলা নেই। নারী ফুটবল দলেরও চলতি বছর আর কোনো ম্যাচ নেই। তাই বাংলাদেশ ফুটবল দলের জন্য আজই বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ। যদিও ক্লাব পর্যায়ে বসুন্ধরা কিংস ১১ ডিসেম্বর এএফসি কাপে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে।

দুই ম্যাচ প্রীতি সিরিজে বাংলাদেশ ইতোমধ্যে একটি ম্যাচ জিতে এগিয়ে রয়েছে। আজকের ম্যাচে ড্র করলেও সিরিজ জিতবে বাংলাদেশ। তবে বাংলাদেশ আজকের ম্যাচে জয়ের জন্যই খেলতে নামবে। বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু দ্বিতীয় ম্যাচ সম্পর্কে বলেন,‌ ‘প্রথম ম্যাচের পর ওরা বুঝতে পেরেছে আমরা কীভাবে খেলি। সেই অভিজ্ঞতা থেকে মাঠের খেলাতে ব্লক তৈরি করতে পারে যেন গোল না দিতে পারি। তাই আমাদের আরও সতর্ক হয়ে খেলতে হবে।’

আজ দ্বিতীয় ম্যাচটি একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে মনে করছেন টিটু ,‘ওরা এখানে এসে একদিন পরই ম্যাচ খেলেছে। দলটিতে পরিবর্তনও এসেছে অনেক। যার কারণে লড়াইটা সেভাবে করতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে আমাদের ওদের অর্ধে সুযোগ নাও দিতে পারে। এরপরও আমরা আগের মতো খেলে ম্যাচ জিতে মাঠ ছাড়তে চাই। ’

প্রথম ম্যাচে তহুরা খাতুনের জোড়ায় সিঙ্গাপুরকে বাংলাদেশ সহজেই হারিয়েছে। তাই তার উপর বাড়তি নজর থাকবে সিঙ্গাপুরের খুবই স্বাভাবিক। এরপরও গোলের ধারাবাহিকতা রাখতে চান এই ফরোয়ার্ড, ‘আমি এই ম্যাচেও গোল করতে চাই। দল জিতলে নিজের কাছেই ভালো লাগবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top