ফুটবলার হামজার প্রতি ফিলিস্তিন সরকারের কৃতজ্ঞতা
প্রকাশিত:
১৬ মে ২০২১ ১৯:৪৩
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০০:৫৭

চেলসির বিপক্ষে মাঠে নেমে নিজেদের ইতিহাসে প্রথমবার শিরোপা ঘরে তুলেছে লেস্টার সিটি। এফএ কাপের ফাইনাল শেষে শিরোপা জয়কে ছাপিয়ে গেছে ভিন্ন এক ঘটনা। চ্যাম্পিয়ন দলের সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী সাড়া ফেলেন ফিলিস্তিনি পতাকা হাতে তুলে নিয়ে।
ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিশ্ব ফুটবলের মুসলিম তারকারা প্রতিবাদে শামিল হয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার প্রতিবাদে হাজির হামজা। চেলসির বিপক্ষে জয়ের পরই হামজা চৌধুরীর সঙ্গে ফ্রেঞ্চ ডিফেন্ডার ওয়েসলি ফোফানা ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেন। আর প্রতিবাদী এই ছবি সাড়া ফেলেছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম থেকে শুরু করে বিশ্বের প্রভাবশালী সব মিডিয়ায়।
শুধু তাই নয়, এই ঘটনার পর ইংল্যান্ডে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জমলট দেশটির সরকারের পক্ষ থেকে হামজাদের আনুষ্ঠানিক চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: