রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৪ ১৪:৩২

আপডেট:
৫ মে ২০২৪ ০২:১৩

ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটে এখন সুসময়ের হাওয়া বইছে। এর মধ্যে মিষ্টি একটা সুঘ্রাণ এনেছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গত বছর যুবারা জিতেছে এশিয়া কাপ। লক্ষ্য এখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। সেই লক্ষ্যে আজ থেকে বাংলাদেশের শুরু হচ্ছে যুব বিশ্বকাপ মিশন।

টাইগার যুবরা আজ মুখোমুখি নিজেদের প্রথম ম্যাচে ৫ বারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার ব্লমফন্টেইনে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

সর্বশেষ দেখায় ভারতকে হারিয়ে বেশ আত্নবিশ্বাসী বাংলাদেশ। তবে, বিশ্বকাপের মঞ্চ হওয়ায় সতর্কও বাংলাদেশ। ২০২০ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল যুবারা। এবারও শুরুটা ভারতকে হারিয়েই করতে চায় শিবলীরা।

যদিও ভারত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। তবে বাংলাদেশ যেহেতু সবশেষ দেখায় ভারতীয়দের হারিয়েছে, তাই বাংলাদেশকেও ফেবারিট মানতে হবে। সবশেষ পাঁচ দেখায় বাংলাদেশ-ভারতের সাফল্য প্রায় কাছাকাছি। তিন ম্যাচ ভারত জিতলেও বাংলাদেশেরও ছিল দুটি দাপুটে জয়।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল- আশিকুর রহমান শিবলি, আদিল বিন সাদিক, জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফিউজ্জামান রাফি, ওয়াসি সিদ্দিকি, রোহানাতদৌলা বর্ষণ, মারুফ মৃধা, ইকবাল হোসেইন ইমন, আশরাফুজ্জামান বরণ্য।

ভারত অনূর্ধ্ব-১৯ দল- আদর্শ সিং, আরশিন কুলকার্নি, মুশের খান, উদয় শাহরান (অধিনায়ক), প্রিয়াংশু মলিয়া, শচিন দাস, মুরগান অভিষেক, আরভেলি অবিনেষ, নামান তিওয়ারি, রাজ লিম্বানি, সামি পান্ডে, আরাধ্য শুক্লা, ইনেশ মাহাজন, ধানুশ গাওদা, রুদ্র প্যাটেল, প্রেম দেবাকর, মোহাম্মদ আমিন, আনাস গোসাই।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top