সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২


অবসরের ঘোষণা দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার


প্রকাশিত:
২০ মে ২০২১ ১৯:১২

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ২২:১৯

ফাইল ছবি

অবসরের ঘোষণা দিলেন জার্মানির মিডফিল্ডার সামি খেদিরা। মাত্র ৩৪ বছর বয়সেই খেলা ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী শনিবার (২২ মে) বুন্দেসলিগায় হার্থা বার্লিনের হয়ে আসরের শেষ ম্যাচ খেলেই বুটজোড়া তুলে রাখবেন বলে জানিয়েছেন তিনি।

২০০৯ সালে জার্মানি জাতীয় দলে অভিষেক হয় তার। ২০১৮ পর্যন্ত জার্মানির হয়ে ৭৭টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৭টি। জার্মানির ২০১৪ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন খেদিরা।

২০০৬-০৭ মৌসুমে স্টুটগার্টের হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন খেদিরা। এরপর ২০১০-১১ মৌসুমে যোগ দেন রিয়াল মাদ্রিদে। পরে ২০১৫ সালে ইতালিয়ান ক্লাব য়্যুভেন্তাসে নাম লেখান। পরপর পাঁচ বছর জেতেন সিরিআ'র শিরোপা।

নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে খেদিরা বলেছেন, 'অবসরের সিদ্ধান্ত খুবই কঠিন পদক্ষেপ। তবুও এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করি। ১৫ বছরের পেশাদার ক্যারিয়ারে অনেক কিছু শিখেছি। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।'

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও অবসরের ঘোষণা দিয়েছেন এই জার্মান ফুটবলার। এতে তিনি ভক্ত-সমর্থক, সতীর্থ, কোচ, পরিবার এবং বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top