সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


প্রোটিয়া স্পিনারকে দলে নিলো বরিশাল


প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩১

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৭:৫৫

ফাইল ছবি

চলতি বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের ভিড় কমতে শুরু করেছে। কারণ দেশটিতে শুরু হতে যাচ্ছে তাদের সবচেয়ে রোমাঞ্চকর ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল। তাই বিপিএল ছেড়ে যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটাররা। ফলে নতুন করে বিদেশি ক্রিকেটার যুক্ত করতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

যে তালিকায় নাম রয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার কেশব মহারাজ। তাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তাকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান।

এছাড়া দুই একদিনের মধ্যে আসবেন বরিশালে যোগ দেবেন ক্যারিবিয়ান দুই ক্রিকেটার। পেস বোলিং অলরাউন্ডার ওবায়েদ ম্যাকাই এবং ব্যাটিং অলরাউন্ডার কাইল মায়ার্স। তারা যোগ দিলে নিশ্চিতভাবেই শক্তি বাড়বে বরিশালের।

এদিকে আসরে ৭ ম্যাচ খেলে ফেলেছে বরিশাল। যেখানে ৩ জয়ের বিপরীতে ৪ ম্যাচে হেরেছে তামিম ইকবালের দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top