শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


সৌদি সফর পেছাল বাংলাদেশ ফুটবল দলের


প্রকাশিত:
২৪ মে ২০২১ ১৮:২৭

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১২:৩০

ছবি: সংগৃহীত

কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচ সামনে রেখে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পের উদ্দেশে রওনা দেওয়ার কথা থাকলেও কোয়ারেন্টাইন জটিলতায় যাওয়া হচ্ছে না বাংলাদেশ ফুটবল দলের।

আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে তিনটি ম্যাচের আগে প্রস্তুতির জন্য সোমবার (২৪ মে) সৌদি আরব যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু আপাতত সৌদি-যাত্রা হচ্ছে না জাতীয় দলের। কোয়ারেন্টাইন শিথিল করার বিষয়ে এখনো সৌদি আরব থেকে সবুজ সংকেত না পাওয়াই এর কারণ বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'সৌদি আরবে কোয়ারেন্টাইন শিথিল সংক্রান্ত কাগজপত্র হাতে না পাওয়ায় জাতীয় ফুটবল দলের সৌদি আরব সফরের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে পরে জানানো হবে।'

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top