রবিবার, ৪ঠা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল পাঁচে


প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৪ ১৭:২০

আপডেট:
৪ মে ২০২৫ ১২:৩৭

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বজয়ের পর গত এপ্রিলে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে আসে লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপর থেকে এখনো পর্যন্ত এক নম্বর স্থান ধরে রেখেছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। আজ ফিফা প্রকাশিত সবশেষ হালানাগাদকৃত ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী যথারীতি শীর্ষে মেসি-ডি মারিয়ারা। শীর্ষ দশে পরিবর্তন হয়েছে তিনটি। এছাড়া ফিলিস্তিনের বিপক্ষে বড় ব্যবধানে হেরে পিছিয়েছে বাংলাদেশ।

১৮৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে লিওনেল মেসির দল। ১৭৮৮.৬৫ নিয়ে আলবিসেলেস্তেদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থান যথারীতি পঞ্চমে। এদিকে বাংলাদেশের অবস্থান পরিবর্তিন হয়েছে। ৯০৫.৩ নিয়ে জামাল ভূঁইয়ার দল আছে ১৮৪ নম্বরে।

র‌্যাঙ্কিংয়ে লিওনেল মেসিদের পরের স্থানেই আছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ইংল্যান্ডকে চারে ঠেলে তিনে উঠে এসেছে বেলজিয়াম। এগিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও। নেদারল্যান্ডসকে সাতে পাঠিয়ে এক ধাপ ওপরে উঠে এসেছে পর্তুগাল। অষ্টম স্থানে যথারীতি স্পেন। সেরা দশের অন্য দুই দল হলো ইতালি ও ক্রোয়েশিয়া।

আর সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগিয়েছে ইন্দোনেশিয়া। ৮ ধাপ এগিয়ে ১৩৪ নম্বরে উঠেছে তারা। সমান পয়েন্ট হারিয়ে ১০ ধাপ নেমে গেছে ভিয়েতনাম। ১১৫ নম্বরে অবস্থান করছে এশিয়া দেশটি। এছাড়া নিজেদের ইতিহাসের সেরা র‍্যাঙ্কিংয়ে উঠেছে কমোরস। ১১৭ নম্বরে আছে আফ্রিকার দেশটি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top