বড় জয়ে শিরোপার আরও কাছে পিএসজি
প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৪ ০৬:৫০
আপডেট:
১৩ জানুয়ারী ২০২৬ ১৫:৩৪
লিগ শিরোপা ধরে রাখার মিশনে আরও কাছে পিএসজি। রোববার পার্ক দে প্রিন্সেসে লিওঁকে ৪-১ গোলে হারিয়েছে তারা।
রোববার রাতে ঘরের মাঠে লিওঁর বিপক্ষে সবগুলো গোলই ম্যাচের প্রথমার্ধে করে পিএসজি। লিওঁর করা একমাত্র গোলটিও ছিল প্রথমার্ধেই। অর্থাৎ ম্যাচের ৫ গোলের সবগুলোই প্রথমার্ধে। ম্যাচের মাত্র ৩ মিনিটে আত্মঘাতী গোলে প্রথম লিড পায় পিএসজি। লিওঁর লিমাঞ্জা মাতিক ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন। ৬ মিনিটে পিএসজিতে ২-০ ব্যবধানে এগিয়ে দেন লুকাস বেরালদো। ৩২ ও ৪২ মিনিটে বাকি গোল দুটি করেন রামোস। অপরদিকে লিওঁর হয়ে একমাত্র গোলটি করেন আর্নেস্ট ন্যুমা। ৩৭ মিনিটে গোলটি করেন তিনি।
২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে বরাবরের মতো টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে এএস মোনাকো। আর ৪৪ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে আছে লিওঁ।

আপনার মূল্যবান মতামত দিন: