বুধবার, ১৬ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের কাছে হারলো পাকিস্তান


প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৪ ১৪:১৯

আপডেট:
২২ এপ্রিল ২০২৪ ১৪:২০

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কেউবা আইপিএলে খেলতে ব্যস্ত, কেউবা বিশ্রামে। তাই দ্বিতীয় সারির দল নিয়ে পাকিস্তান সফরে এসেছে নিউজিল্যান্ড। এই দ্বিতীয় সারির দলই হারিয়ে দিয়েছে পাকিস্তানকে। মার্ক চাপম্যানের বিস্ফোরক ব্যাটিংয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় পেয়েছে কিউইরা।

রোববার (২১ এপ্রিল) রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে শাদাব খান করেন সর্বোচ্চ ২০ বলে ৪১ রান। এছাড়া বাবর আজম ২৯ বলে ৩৭ ইরফান খান করেন ২০ বলে ৩০ রান। নিউজিল্যান্ডের পক্ষে ইস শোধি নেন ২টি উইকেট।

১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মার্ক মার্ক চাপম্যানের বিধ্বংসী ব্যাটিংয়ে ১০ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পায় কিউইরা। ৪২ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন চাপম্যান।

এছাড়া টিম রবিনসন ১৯ বলে ২৮ ও ডিন ফক্সক্রফট করেন ২৯ বলে ৩১ রান। পাকিস্তানের পক্ষে আব্বাস আফ্রিদি নেন ২টি উইকেট। এই জয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো সফরকারীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top