মঙ্গলবার, ১১ই মার্চ ২০২৫, ২৭শে ফাল্গুন ১৪৩১


জোকোভিচ বুঝিয়ে দিলেন, মাথায় বোতলের আঘাতই বিদায়ের কারণ


প্রকাশিত:
১৩ মে ২০২৪ ১৯:৩৯

আপডেট:
১১ মার্চ ২০২৫ ১৭:১৮

ছবি- সংগৃহীত

রোম ওপেনে গতকাল তৃতীয় রাউন্ডে অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ। চিলির ৩২তম বাছাই আলেসান্দ্রো তাবিলোর কাছে ৬-২ ও ৬-৩ গেমে হেরে বিদায় নেন সার্বিয়ান শীর্ষ বাছাই। ম্যাচজুড়ে সংগ্রাম করতে থাকা জোকোভিচকে হারাতে তাবিলোর সময় লেগেছে মাত্র ৬৭ মিনিট।

হতাশাজনক হারের কারণ হিসেবে দুই দিন আগে মাথায় বোতলের আঘাত পাওয়াকে দায়ী করেছেন জোকোভিচ। বলেছেন, মাঠে নিজেকে ভিন্ন এক খেলোয়াড় বলে মনে হচ্ছিল তাঁর। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথাও বলেছেন রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লাম জেতা কিংবদন্তি।

গত শুক্রবার রোম ওপেনে জয়ের পর সমর্থকদের অটোগ্রাফ দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছিলেন জোকোভিচ। আকস্মিকভাবে উড়ে আসা বোতলের আঘাতে আহত হন। শুরুতে আঘাতটাকে বেশ গুরুতরই মনে হচ্ছিল। পরে ভালো থাকার কথা জানান জোকোভিচ নিজেই। এমনকি পরে রসিকতা করে সাইক্লিং হেলমেট পরে অনুশীলনে এসে হাসিমুখে দর্শকদের অটোগ্রাফও দেন।

তবে গতকাল হারের পর বোতলের আঘাতের সেই ঘটনাকেই কারণ হিসেবে দাঁড় করিয়েছেন জোকোভিচ, ‘বিষয়টা আমাকে অনেক প্রভাবিত করেছে। সেদিন চিকিৎসা নেওয়ার পর এবং আধা ঘণ্টা ধরে বমি ভাব ও মাথা ঘোরানোর শেষে আমি ঘুমাতে পেরেছিলাম। যদিও আমার মাথাব্যথা ছিল। এরপর গতকাল আমি বেশ ভালোই ছিলাম। আমার মনে হয়েছে সব ঠিক আছে। হয়তো ঠিক ছিল, হয়তো ছিল না।’

কোর্টে নিজেকে ভিন্ন কোনো খেলোয়াড় বলে মনে হওয়ার কথা জানিয়ে জোকোভিচ আরও বলেছেন, ‘আজ কোর্টে নিজেকে আমার একেবারেই আলাদা খেলোয়াড় মনে হয়েছিল। মনে হচ্ছিল, অন্য কেউ আমার হয়ে খেলছে। কোনো ছন্দ ছিল না, কোনো টেম্পো ছিল না, এমনকি কোনো শটে ভারসাম্যও ছিল না। এটা খানিকটা চিন্তার বিষয়ই বটে। সত্যি কথা হচ্ছে, কোনো পর্যায়ে মনে হয়নি আমি জিততে পারি।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জোকোভিচ নিচে দাঁড়িয়ে গ্যালারিতে থাকা ভক্তদের অটোগ্রাফ দেওয়ার সময় পাশ থেকে উবু হয়ে হাত বাড়িয়ে দেন আরেক ভক্ত। তখন সেই হাত বাড়িয়ে দেওয়া ভক্তের ব্যাগ থেকে পানির বোতল এসে পড়ে জোকোভিচের মাথায়। বোতলের আঘাতে তাৎক্ষণিকভাবে লুটিয়ে পড়েন জোকো। কিছু সময় পর সেখান থেকে সরিয়ে নেওয়া হয় তাঁকে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top