শনিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৪, ১৩ই আশ্বিন ১৪৩১


সেমিফাইনাল নিশ্চিতের মহারণে রাতে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া


প্রকাশিত:
২৪ জুন ২০২৪ ১৪:৪৪

আপডেট:
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৬

ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ঐতহাসিক জয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেজ বেড়ে গেছে বহুগুণে। গ্রুপ-২ থেকে ইতোমধ্যেই দুই দল নিশ্চিত করেছে সেমিফাইনাল, ইংল্যান্ডের পর সেমির টিকিট কেটেছে দক্ষিণ আফ্রিকাও।। তবে শেষ চার নিশ্চিতে গ্রুপ-১ চলছে তুমুল লড়াই।

সুপার নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে ভারত। আফাগানিস্তানের পর বাংলাদেশের বিপক্ষেও জিতেছে রোহিত শর্মার দল। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারতই। তবে এখনো সেমিফাইনাল নিশ্চিত নয় রোহিত-কোহলিদের।

সুপার এইটে ভারত নিজেদের শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অজিদের হারাতে পারলেই ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-১ এর শীর্ষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হবে রোহিত শর্মাদের। তবে যদি ম্যাচটি রোহিতরা হেরে যায় এবং আফগানিস্তান বাংলাদেশের সঙ্গে জিতে যায় তাহলে যদি-কিন্তুর সামনে পড়তে হবে ভারতীয়দের।

এখনো পর্যন্ত ভারতের নেট রান রেট +২.৪২৫। এই ব্যবধান টপকে মিচেল মার্শের দলকে শেষ চারে যেতে হলে কমপক্ষে ৪১ রানে জিততে হবে অজিদের। অজিরা এই জয় নিশ্চিত করার পর আফগানিস্তান যদি বাংলাদেশের বিপক্ষে ৮৩ রানে জিততে পারে তবে নেট রান রেটে এগিয়ে থেকে শেষ চারে যাবে আফগানরাই।

এমনই যখন সমীকরণ তখন অজিদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই রোহিতদের। এদিকে শেষ চার নিশ্চিত করতে হলে জিততে হবে অস্ট্রেলিয়াকেও। অবশ্য রোহিতদের বিপক্ষে জিততে না পারলেও সেমির স্বপ্ন বেঁচে থাকবে অজিদের, সেক্ষেত্রে বাংলাদেশের কাছে হারতেই হবে আফগানিস্তানকে।

এমনই জটিল সমীকরণ নিয়ে যখন বাচা-মরার লড়াইয়ে নামছে দুই দল তখন চোখ রাঙাচ্ছে বৃষ্টিও। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ যখন ম্যাচ শুরু হবে তখন বৃষ্টি হতে পারে বলেই জানা গেছে। এছাড়াও সেখানে সারাদিনই আকাশ মেঘলা থাকা সহ থেমে থেমে বৃষ্টি হওয়ার কথা জানা গেছে। এমন অবস্থায় শঙ্কা আছে ম্যাচ পরিত্যক্ত হওয়ারও। এমন অবস্থায় ভারতকে হারিয়েই সেমিতে যাওয়ার প্রত্য্যের কথা জানিয়েছেন অজি অধিনায়ক মিচেল মার্শ।

মার্শ বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়াটা হতাশার। তবে যোগ্য দল হিসেবে জিতেছে আফগানরা। এখন আমরা পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি। ভারতের বিপক্ষে জিতে সেমিফাইনালে খেলতে চাই।’

একই লক্ষ্যের কথা জানিয়েছেন ভারতের শিবম দুবেও। তিনি বলেন, ‘আমরা গ্রুপ পর্ব ও সুপাই এইটে ভালো ক্রিকেট খেলেছি। জয়ের ধারা অব্যাহত রাখতে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে চাই। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের খেলা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top