মঙ্গলবার, ২রা জুলাই ২০২৪, ১৮ই আষাঢ় ১৪৩১


বিশ্বকাপ জিতে কোহলিদের নিয়ে যা বললেন রোহিত


প্রকাশিত:
৩০ জুন ২০২৪ ১০:৪৯

আপডেট:
২ জুলাই ২০২৪ ২০:০৫

ছবি- সংগৃহীত

সবশেষ গেল এক দশক ধরে আইসিসির শিরোপা থেকে বঞ্চিত ছিল ভারতীয় দল। তবে সেই শিরোপাখরা অবশেষে কাটলো রোহিত শর্মার হাত ধরে। গতকাল বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে নিল ভারতীয় দল। ম্যাচ শেষে অধিনায়ক রোহিত ইতি টানলেন নিজের ক্যারিয়ারের।

যাওয়ার আগে দলকে দিয়ে গেলেন বিশ্বকাপের শিরোপা। ৩৭ বছরের রোহিত সবচেয়ে বেশি বইয়সে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা অধিনায়ক। এবার নেতৃত্ব ছাড়লেন। ভারতকে রেখে গেলেন তরুণদের হাতে। বিদায়ের দিনে দলকে নিয়ে অনেক কথাই বলছেন অধিনায়ক রোহিত, জানিয়েছিলেন দলের চাওয়া পাওয়া নিয়ে।

রোহিত স্বীকার করে নিয়েছেন গত ৩-৪ বছরের ধারাবাহিকতার ফসল এই বিশ্বকাপ, ‘গত তিন-চার বছর ধরে আমরা কীসের মধ্যে দিয়ে গেছি, সেটা বলা খুব কঠিন। পর্দার আড়ালেও অনেক কিছু হয়েছে। এটা শুধু আজকের না, আমরা গত তিন-চার বছর ধরে যা করছি তার ফল। আমরা অনেক চাপের ম্যাচ খেলেছি, শেষে ভুল দিকে থেকেছি।’

‘কিন্তু ছেলেরা এখন বুঝতে পেরেছে কী করতে হবে দেয়াল টপকাতে হলে। আমরা একসঙ্গে থেকেছি, সবাই খুব করে চেয়েছে ট্রফিটা জিততে। আমি এই ছেলেদের নিয়ে ভীষণ গর্বিত, তারা আমাদের স্বাধীনতা দিয়েছে যেভাবে খেলতে চেয়েছি তার বাস্তবায়ন করতে। ম্যানেজম্যান্টকেও কৃতিত্ব দিতে হয়। ’-যোগ করেন তিনি।

কোহলির ইনিংস নিয়ে রোহিত বলেন, ‘কোহলির ফর্ম নিয়ে কারো দ্বিধা ছিল না। আমরা জানি তার মান কেমন, বড় উপলক্ষে বড় খেলোয়াড় দাঁড়িয়ে গিয়েছে। কোহলি আমাদের জন্য একপ্রান্ত ধরে রেখেছে, আমরা চেয়েছি একজন যতটা সম্ভব সময় উইকেটে থাকুক। এখানে কেউ গিয়েই খেলার মতো উইকেট ছিল না।’

‘এখানেই কোহালির অভিজ্ঞতা চলে এসেছে। আমি তার সঙ্গে অনেক বছর ধরে খেলেছি এমনকি আমিও জানি না কীভাবে সে এসব করে। এটা ছিল মাস্টারক্লাস ইনিংস। তার স্কিলে ভরসা রেখেছে আর সে অনেক আত্মবিশ্বাসী ছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top