মঙ্গলবার, ২রা জুলাই ২০২৪, ১৮ই আষাঢ় ১৪৩১


রাতে অপরাজিত স্পেনের সাথে লড়বে চমক দেখানো দল জর্জিয়া


প্রকাশিত:
৩০ জুন ২০২৪ ১৩:১৯

আপডেট:
২ জুলাই ২০২৪ ১৯:৪৫

ছবি- সংগৃহীত

ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানির কোলনে শেষ ষোলর ম্যাচে জর্জিয়ার মুখোমুখি হচ্ছে স্পেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত শতভাগ জয় শুধুমাত্র স্পেনের। তাই রোববার (৩০ জুন) ফেবারিট হিসেবেই মাঠে নামবে তারা। অন্যদিকে, প্রথমবারের মত প্রতিযোগিতাটির মূল পর্বে খেলতে এসেই পর্তুগালের মত দলকে হারিয়ে চমক দেখিয়েছে জর্জিয়া।

২০০৮ সালের পর, প্রথমবারের মত ইউরোপিয়ান আসরে গ্রুপ পর্বের সবকটি ম্যাচে জয়ী হয়ে দারুণ ছন্দে রয়েছে স্পেন। গ্রুপের প্রথম দুই ম্যাচে জয়ী হবার পর আলবেনিয়ার বিপক্ষে শেষ ম্যাচে স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে ১০টি পরিবর্তন করে দল সাজিয়েছিলেন।

এখন পর্যন্ত টানা পঞ্চমবারের মত বড় টুর্নামেন্টের নক আউট পর্বে খেলতে এসেছে স্পেন। সব মিলিয়ে আটবারের মধ্যে যা সপ্তম।কালকের ম্যাচে স্পেন জিততে পারলে কোয়ার্টার ফাইনালে জার্মানি ও সেমিফাইনালে দেখা হতে পারে ফ্রান্সের সাথে।

তবে ইউরোতে জর্জিয়া যেভাবে গতিময় ফুটবল দিয়ে নিজেদের এগিয়ে নিয়ে এসেছে, তাতে দলটিকে নিয়ে আশা করাই যায়। পেনাল্টি শুটআউটে প্লেঅফে গ্রীসকে পরাজিত করে প্রথমবারের মত বড় টুর্নামেন্টের নক আউট পর্বে খেলতে আসা উইলি সাগনোলের দল এখন টুর্ণামেন্টে ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচিত হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top