মঙ্গলবার, ২রা জুলাই ২০২৪, ১৮ই আষাঢ় ১৪৩১


কে হতে পারেন ভারতের পরবর্তী অধিনায়ক?


প্রকাশিত:
৩০ জুন ২০২৪ ১৪:০১

আপডেট:
২ জুলাই ২০২৪ ২০:০১

ছবি- সংগৃহীত

২০০৭ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক। ১৭ বছর ভারতের জার্সিতে দাপটের সঙ্গে খেলে বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন রোহিত শর্মা। এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান বিরাট কোহলি। শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে সেরার শিরোপা জিতেছে ভারত।

রোহিত-কোহলি অবসরের পরই প্রশ্ন উঠছে, কে হচ্ছেন ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক? ভবিষ্যতে কার হাতে দায়িত্ব থাকবে টিম ইন্ডিয়ার? এই মুহূর্তে ভারতীয় দলে একাধিক প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছে।

তবে টি-টোয়েন্টি সংস্করণে ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে হার্দিক পান্ডিয়া। পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপেই দলের প্রয়োজনে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। একজন ক্রিকেটারের হয়ত সবটা ভালো যায়না কোনোদিন। কিন্তু চেষ্টার ত্রুটি রাখেননি হার্দিক। বল হাতেও ভারতীয় দলকে সাপোর্ট দিয়েছেন জরুরি সময়ে। যেন একজন পারফেক্ট অলরাউন্ডার। ভারতের এবারের বিশ্বকাপ জয়েও তার অবদান আছে। ঘরোয়া টুর্নামেন্ট আইপিএলেও নেতৃত্বের বাজিমাত করেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ভারতকে সামনের দিকে নেতৃত্ব দিতে দেখা যাবে পান্ডিয়াকে।

অবশ্যই পান্ডিয়া ছাড়াও ঋষভ পন্ত, শুভমান গিলের নামও শোনা যাচ্ছে। যদিও নেতৃত্বের গুণাবলিতে হার্দিকের চেয়ে অনেক পিছিয়ে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হতে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে আপাতত জিম্বাবুয়ে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top