শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


বাংলাদেশের ম্যাচের আগে ভারতীয় দলে দুঃসংবাদ


প্রকাশিত:
৬ জুন ২০২১ ১৮:৩৭

আপডেট:
৩ মে ২০২৪ ২০:০৯

ফাইল ছবি

এবার করোনা হানা দিয়েছে ভারতীয় ফুটবল দলে। বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব খেলতে কাতারে যাওয়া ভারতীয় দলের এক ফুটবলার করোনায় আক্রান্ত বলে জানা গেছে। দলটির মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা করোনা আক্রান্ত হয়েছেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সাধারণ সম্পাদক কুশল দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই খবর। 

অনিরুদ্ধ থাপা বর্তমানে দোহার টিম হোটেলে আইসোলেশনে আছেন। ভারতীয় মিডফিল্ডের গুরুত্বপূর্ণ ফুটবলার অনিরুদ্ধ। জাতীয় দলের হয়ে ২৪টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন দুটি। সবশেষ ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে না নামলেও কলকাতায় বাংলাদেশের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে খেলেছিলেন তিনি।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১-১ গোলে ড্রয়ের দিনে কাতারের কাছে ১-০ গোলে হেরেছে ভারত। তাই থাপাকে ছাড়া বাংলাদেশের বিপক্ষে লড়াইটা কঠিন হবে বলাবাহুল্য।

আগামী ম্যাচকে সামনে রেখে ভারতীয় দলে থাপা খেলতে পারবেন যেমন, তেমনি চোটের কারণে বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানাও ছিটকে গেছেন।

এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে ভারতের অবস্থান চতুর্থ স্থানে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top