আগামী টি-২০ বিশ্বকাপ হতে পারে আমিরাতে
প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২০ ১৫:৫২
আপডেট:
১ ডিসেম্বর ২০২০ ২৩:২৫

২০২১ সালের অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। কিন্তু এ নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে বলে দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিইও ওয়াসিম খান।
একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভারতে করোনা পরিস্থিতির জন্য বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা আছে। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে হতে পারে বলে তিনি দাবি করেন। ওয়াসিম খান বলেন, এপ্রিলের আগে নিশ্চিত করে বলা সম্ভব না।
প্রসঙ্গত ২০২০ সালে অস্ট্রেলিয়ায় এবং ২০২১ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। করোনার কারণে ২০২০ বিশ্বকাপ স্থগিত হয়ে যায়। যা হবে ২০২২ সালে, অস্ট্রেলিয়ায়। আর ২০২১ বিশ্বকাপ ভারতেই হওয়ার কথা। ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপও ভারতে অনুষ্ঠিত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: