‘মেসি কখনোই ম্যারাডোনার মতো হতে পারবে না’
প্রকাশিত:
১৫ জুলাই ২০২১ ১৫:২৭
আপডেট:
২০ আগস্ট ২০২৫ ০০:৪০

সদ্য কোপা আমেরিকা শিরোপা জেতা লিওনেল মেসিকে কখনোই দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করা উচিৎ নয় বলে মনে করেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি মারিও কেম্পেস।
অনেক বছর ধরেই বিতর্ক চলে আসছে, লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার মধ্যে কে সেরা?
মারিও কেম্পেসের মতে, ‘মেসির জন্য দুর্ভাগ্য হলো সে ছিল দিয়েগো ম্যারাডোনার প্রতিস্থাপন’। তার ভাবনা, মেসি কখনোই ম্যারাডোনার মতো হতে পারবে না।
তিনি আরও বলেন, ‘টানা চারটি বিশ্বকাপ জিতলেও মেসি কখনোই ম্যারাডোনার মতো হতে পারবে না। যদিও সে কখনো বিশ্বকাপই জিততে পারেনি। শিরোপা জয়ের হিসাব না, সে কখনোই ম্যারাডোনার মতো হতে পারবে না’। তথ্যসূত্র: মার্কা
আপনার মূল্যবান মতামত দিন: