রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


সাবেক ইসরায়েলি তারকা ফুটবলারের বাসায় গ্রেনেড হামলা


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৫ ১৭:৩৮

আপডেট:
১৩ এপ্রিল ২০২৫ ০৭:১৫

ছবি সংগৃহীত

ইসরায়েলের সাবেক তারকা ফুটবলার এবং ইংলিশ ক্লাব লিভারপুলের সাবেক মিডফিল্ডার ইয়োসি বেনায়ুনের বাড়িতে গ্রেনেড হামলা করেছে অজ্ঞাত মোটরসাইকেল আরোহী। হামলার সময় পরিবারের সঙ্গে নিজ বাসাতেই ছিলেন ৪৪ বছর বয়সী বেনায়ুন। তবে ভাগ্যক্রমে তার ও তার পরিবারের কেউ হতাহত হননি।

রবিবার রাতে তেল আবিবের কাছে রামাত হাশারুন এলাকায় অবস্থিত তার বাসভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে এক ব্যক্তি এসে তার বাড়ির দরজার দিকে গ্রেনেড ছুড়ে দ্রুত পালিয়ে যায়। রাত প্রায় ১১টার দিকে ঘটে এই বিস্ফোরণ, যাতে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রথমে বিস্ফোরণকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ভেবেছিলেন বেনায়ুন। তিনি বলেন, ‘আমি মনে করি এটা ভুলবশত ঘটেছে। আমার বাসাকে টার্গেট করা হয়েছে, এমনটা মনে হয় না। প্রথমে ভেবেছিলাম গ্যাসের বিস্ফোরণ, তাই ফায়ার সার্ভিসে ফোন করি। পরে পুলিশ এসে জানায় এটি গ্রেনেড ছিল এবং তারা ধ্বংসাবশেষ উদ্ধার করেছে।’

ঘটনার পর ইসরায়েলি পুলিশ গ্লিলোত স্টেশনের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত হামলাকারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

ইসরায়েলের হয়ে ১০১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বেনায়ুন জাতীয় দলের হয়ে ২৪টি গোল করেছেন। ক্লাব ক্যারিয়ারে ওয়েস্ট হামের হয়ে এফএ কাপ রানার্সআপ এবং চেলসির হয়ে ইউরোপা লিগ জয় করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top