মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছেন ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক


প্রকাশিত:
১৩ মে ২০২৫ ১১:৩২

আপডেট:
১৩ মে ২০২৫ ১৭:২১

ছবি সংগৃহীত

পরপর দুই বছর ফুটবলের বড় দুই আসর আয়োজনের দায়িত্ব পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের জুন মাসেই যেখানে হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। আর ঠিক ১ বছর পর যৌথভাবে যুক্তরাষ্ট্র আয়োজন করবে ফিফা বিশ্বকাপ। ফুটবলের দুই বৈশ্বিক আয়োজন ঘিরে বেশ জোরেশোরেই নিজেদের প্রস্তুতি শুরু করেছে আটলান্টিক পাড়ের দেশটি।

এরইমাঝে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ১৫ হাজার সহিংস ফুটবল ভক্তের তালিকা দিয়েছেন আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ। সোমবার বুয়েন্স এইরেসে যুক্তরাষ্ট্রের দূতাবাসে এই তালিকা হস্তান্তর করা হয়। আর্জেন্টাইন মন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ থাকবেন এসব ফুটবল ভক্ত।

বুলরিচ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘তালিকাটিতে এমন ১৫ হাজারের বেশি ব্যক্তির নাম রয়েছে, যাদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধে জড়িত কোনো সহিংস ব্যক্তি এই ক্রীড়া ইভেন্টে অংশ নিতে পারবে না।”

যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। বর্ধিত আকারের ফিফা ক্লাব বিশ্বকাপের এটাই প্রথম আসর। এতে আর্জেন্টিনার দুই বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট অংশ নেবে। যেকোন পরিস্থিতিতে আর্জেন্টাইন উগ্রবাদী সমর্থকদের সামাল দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস এবং রয়টার্সের খবরে বলা হয়েছে, এই তালিকাটি তৈরি করা হয়েছে ‘ট্রিবিউনা সেগুরা’ (নিরাপদ গ্যালারি) নামক একটি প্রোগ্রামের মাধ্যমে। এটি আর্জেন্টিনার বিভিন্ন স্টেডিয়ামে নিষিদ্ধ ব্যক্তিদের শনাক্ত করতে সহায়তা করে।

বুলরিচ বলেন, “উগ্র সমর্থকদের জন্য ‘ট্রিবিউনা সেগুরা’ এখন পর্যন্ত ১,৩২৮টি ম্যাচে ৪ মিলিয়নেরও বেশি মানুষকে পর্যবেক্ষণ করেছে। আমরা ১ হাজার ১৬৬ জন গ্রেপ্তারি পরোয়ানা থাকা ব্যক্তিকে শনাক্ত করেছি। এছাড়া স্টেডিয়ামে প্রবেশ সীমিত করার জন্য ৪০টির বেশি প্রশাসনিক আদেশ জারি করেছি।”

বুলরিচ আরও জানান, তার মন্ত্রণালয়ের কাছে মার্কিন ভিসাকেন্দ্রের তথ্য নেই। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ নিজেই এই তালিকার সঙ্গে অভিবাসন তথ্য যাচাই করবে। তিনি যোগ করেন, “তারা অভিবাসন বিষয়ে খুবই কঠোর, তারাই যাচাই-বাছাইয়ের কাজ করবে।” ধারণা করা হচ্ছে, এই তালিকা ২০২৬ বিশ্বকাপের ক্ষেত্রেও কাজে লাগানো হবে।

উল্লেখ্য, এবারের ক্লাব বিশ্বকাপে বোকা জুনিয়র্স গ্রুপ ‘সি’-তে বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি ও বেনফিকার বিপক্ষে খেলবে। আর রিভার প্লেট খেলবে গ্রুপ ‘ই’-তে। যেখানে তাদের প্রতিপক্ষ উরাওয়া রেড ডায়মন্ডস, মন্টেরে ও ইন্টার মিলান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top