বছরে রোনালদো পান সাড়ে তিন হাজার কোটি, উপার্জন কমেছে মেসির
প্রকাশিত:
১৭ মে ২০২৫ ১০:৫৭
আপডেট:
১৭ মে ২০২৫ ১২:০৯

ক্রিশ্চিয়ানো রোনালদো ৪০ পেরিয়েও দুর্দান্ত খেলছেন। মাঠে ও মাঠের বাইরেও গড়ে চলেছেন রেকর্ড।
এবার আরেকটি পালক যুক্ত হলো তার মুকুটে। ফোর্বসের তথ্যমতে, এবারও বিশ্বের সবচেয়ে বেশি উপার্জন করা ক্রীড়াবিদ হয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই পর্তুগিজ মহাতারকা।
এ নিয়ে আয়ে টানা তৃতীয়বার শীর্ষে রোনালদো। বছরে তার আয় বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা।
দ্বিতীয় স্থানে আছেন বাস্কেটবল তারকা স্টেফেন কারি। তার চেয়ে প্রায় দ্বিগুণ অর্থ আয় সিআর সেভেনের।
আয় কমেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির। তিনি নেমে গেছেন তালিকার পাঁচ নম্বরে। যদিও শীর্ষ আয়কারী ক্রীড়াবিদদের তালিকার শীর্ষ দশে নেই কোনো ক্রিকেটার।
রোনালদোর বার্ষিক আয় ২৭৫ মিলিয়ন ডলার বা তিন হাজার ৩৪৩ কোটি টাকা। গত বছরের তুলনায় বেড়েছে ১৫ মিলিয়ন ডলার (১৮২ কোটি ৩৭ লাখ টাকা)।
মোট আয়ের রেকর্ডে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ফ্লয়েড মেওয়েদারকে ছাড়িয়ে গেছেন সিআর সেভেন। এই আয়ের বড় অংশ এসেছে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলার কারণে।
পাশাপাশি তিনি লাভজনক বিভিন্ন কার্যক্রম করে থাকেন। স্পন্সর ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও বড় অঙ্কের অর্থ যোগ হয়েছে রোনালদোর।
আপনার মূল্যবান মতামত দিন: