সোমবার, ১৯শে মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


আনচেলত্তির প্রথম ব্রাজিল স্কোয়াডে থাকছেন যারা


প্রকাশিত:
১৯ মে ২০২৫ ১৬:৩৩

আপডেট:
১৯ মে ২০২৫ ১৯:০৪

ছবি সংগৃহীত

চলতি মাসেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে যাত্রা শুরু হচ্ছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির। আসছে জুনে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ রয়েছে সেলেসাওদের। বাংলাদেশ সময় আগামী ৬ জুন ইকুয়েডর এবং ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ভিনিসিয়ুসদের।

এই দুই ম্যাচের জন্য নাকি এরই মধ্যে স্কোয়াড সাজানোর কাজও শুরু করে দিয়েছেন আনচেলত্তি। ব্রাজিলের সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টস প্রাথমিকভাবে অন্তত আটজন ফুটবলারের নাম জানিয়েছে, যাদের ব্রাজিলের পরবর্তী স্কোয়াডে থাকার সম্ভাবনা প্রবল।

এর মধ্যে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে ছয়জন, সান্তোসের একজন ফরোয়ার্ড এবং সাও পাওলো থেকে একজন মিডফিল্ডার রয়েছেন। আর এই ৮ জনের মধ্যেই আছেন অস্কার। যিনি সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০১৬ সালে।

প্রাথমিক ৮ জনের মধ্যে ফ্ল্যামেঙ্গো থেকে আছেন লিও অর্টিজ, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, ওয়েসলি, গেরসন এবং পেদ্রো। সান্তোস থেকে আছেন নেইমার এবং সাও পাওলো থেকে স্কোয়াডে আসছেন অস্কার।


এছাড়া রিয়াল মাদ্রিদের নিজের সাবেক শিষ্য কাসেমিরোকেও দলে পেতে চান আনচেলত্তি। রিয়ালের অপর দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র আর রদ্রিগোর থাকাও মোটামুটি নিশ্চিত।

উল্লেখ্য, ২০২৬ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি। এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন আনচেলত্তি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top