সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২


ড্রেসিংরুমে অপকর্ম, নরওয়ের ফুটবলে তোলপাড়!


প্রকাশিত:
২১ আগস্ট ২০২১ ২১:৫৩

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ২২:২০

প্রতীকী ছবি

স্টেডিয়ামে ফুটবলারদের ড্রেসিংরুমে নিয়ম ভেঙে এক অপকর্ম ঘটিয়ে ফেলল নরওয়ের একটি ক্লাবের কিছু ফুটবলার। ব্রান এসকে নামের ওই ক্লাবের ফুটবলাররা বাইরে থেকে কয়েকজন নারীকে তাদের ড্রেসিংরুমে নিয়ে গিয়েছিলেন! এমন ঘটনা ধরা পড়া মাত্র এক ফুটবলারকে বহিস্কার করা হয়েছে। বাকি দশ জনকে সতর্ক করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নরওয়ের ওই ক্লাবের ১২ জন ফুটবলার বাইরে এক রেস্তোরাঁয় নৈশভোজ করতে গিয়েছিলেন। খাওয়া-দাওয়া সেরে তারা যান একটি নাইটক্লাবে। সেখান থেকে ৭ জন যৌনকর্মীকে সঙ্গে নিয়ে তারা স্টেডিয়ামের ড্রেসিংরুমে ফিরে আসেন। সেখানে শুরু হয় উদ্দাম পার্টি। ফুটবলারদের যৌনসম্পর্কে লিপ্ত হতেও দেখা গেছে। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা ধরা পড়তেই তোলপাড় শুরু হয়। ফুটবলারদের পাশাপাশি এই ঘটনায় আঙুল উঠেছে নিরাপত্তাকর্মীদের দিকে।

প্রশ্ন উঠেছে যে, মাঠে কোনো ম্যাচ না থাকা সত্ত্বেও নিরাপত্তাকর্মীরা কেন ওই ফুটবলারদের ড্রেসিংরুমে ঢোকার অনুমতি দিয়েছে? ইতোমধ্যেই নিরাপত্তাকর্মীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ক্লাবের করোনা-বিধি ভঙ্গের অভিযোগও উঠেছে। এই ঘটনার পিছনে মূল অভিযুক্ত ফুটবলার ক্রিস্টোফার বারমেনকে বহিষ্কার করেছে ক্লাব। কিন্তু এক বিবৃতিতে ক্রিস্টেফারের আইনজীবী দাবি করেছেন, তার ক্লায়েন্টের প্রতি অবিচার করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আবেদন করবেন বলেও জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top