নিউজিল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশ
প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২১ ০০:৪২
আপডেট:
২ সেপ্টেম্বর ২০২১ ০০:৪৭

টি-টোয়েন্টিতে নিজেদের সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে ৬২ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডকে একই মাঠে (শেরে বাংলায়) টাইগাররা দিলো ৬০ রানের লজ্জা। নিউজিল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে প্রথম টি-টোয়েন্টি জিতলো বাংলাদেশ।
এটি কিউইদের টি-টোয়েন্টি ইতিহাসেরই যৌথ সর্বনিম্ন। শুধু তাই নয়, বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের এই ফরমেটে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড হলো আজ।
এর আগে ২০ ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডের সবচেয়ে কমে অলআউট হওয়ার রেকর্ডটিও ছিল ৬০ রানের। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশেরই মাঠে (চট্টগ্রামে) তাদের ১৫.৩ ওভারে গুটিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা।
বুধবার (১ সেপ্টেম্বর) মিরপুরে মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিনদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে কিউইদের ব্যাটিং। পুরো ২০ ওভারও টিকতে পারেনি সফরকারীরা। অলআউট হয়েছে ১৬.৫ ওভারে।
কিউই ব্যাটসম্যানদের মধ্যে কেবল দুজন দুই অংক ছুঁতে পেরেছেন। তারা হলেন-টম লাথাম আর হেনরি নিকোলস। দুজনেরই ব্যাট থেকে আসে ১৮ রান করে। বাকিদের কেউ দশও করতে পারেননি।
আপনার মূল্যবান মতামত দিন: