শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


‘পিএসজিতে ইউসিএল জিতে বার্সায় ফিরবেন মেসি’


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৫

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১২:০১

ফাইল ছবি

‘পিএসজিতে ইউসিএল জিতে বার্সায় ফিরবেন মেসি’

ক্লাব ফুটবল ক্যারিয়ারে প্রথমবারের মতো বার্সেলোনা ছেড়ে অন্য কোনো ক্লাবে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এরই মধ্যে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে অভিষেক হয়ে গেছে তার। আগামী দুই মৌসুম থাকবেন এ ক্লাবটিতেই।

আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনায় মেসির পূর্বসুরি হুয়ান রোমান রিকুয়েলমে মনে করেন, এখন পিএসজিতে গেলেও, বার্সেলোনায় ফিরে ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। তবে এর আগে ফ্রেঞ্চ ক্লাবটির হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতবেন মেসি- এমনটাই বিশ্বাস রিকুয়েলমের।

ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে রিকুয়েলমে বলেছেন, ‘মেসি সবার সেরা। কেননা, সে বল নিয়ে খেলে। আমি মনে করি, পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতবে মেসি এবং বার্সেলোনায় ফিরে অবসর নেবে।’

বর্তমানে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের সহ-সভাপতির দায়িত্বে থাকা রিকুয়েলমে মনে করেন, মেসি দলে থাকতেই চ্যাম্পিয়নস লিগ জেতার বড় সুযোগ পিএসজির জন্য। তাই তো তিনি বলেছেন, ‘মেসিকে পেয়েও পিএসজি যদি চ্যাম্পিয়নস লিগ জিততে না পারে, তাহলে তারা কখনোই পারবে না।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top