ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রিপোর্ট জমা দিলেন ম্যাচ রেফারি
প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৯
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১১:৫৬

ব্রাজিলের স্বাস্থ্য কর্মীদের কাণ্ডে সুপার ক্ল্যাসিকো পণ্ড হওয়ার ঘটনাকে পাগুলে বলে মন্তব্য করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সব পক্ষের সহযোগিতা কামনা করেছেন তিনি। এদিকে, বাতিল হওয়া ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রিপোর্ট জমা দিয়েছেন ম্যাচ রেফারি। আর বুয়েন্স আয়ার্সে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা।
ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্ল্যাসিকো ম্যাচ দেখতে মুখিয়ে ছিলেন বিশ্বের কোটি ফুটবলপ্রেমি। কিন্তু মাঠে ব্রাজিলের স্বাস্থ্যকর্মীদের অনাকাঙ্খিত ঘটনায় শেষ পর্যন্ত আক্ষেপ নিয়ে শেষ হয় সুপার ক্ল্যাসিকোর রোমাঞ্চ। অন্যসবার মতো তাতে হতাশ হয়েছেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও। কোয়ারেন্টিন নীতির দোহাই দিয়ে খেলা চলাকালীন মাঠে ঢুকে বহিরাগতদের এমন আচরণকে পাগুলে বলে মন্তুব্য করেছেন ফিফা বস।
আরও পড়ুন: ম্যাচটি আমরাই জিততাম: আর্জেন্টিনা গোলরক্ষক
এমনিতেই বিভিন্ন দেশের কোয়ারেন্টিনের জটিল নিয়মের কারণে জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়া নিয়ে ক্লাবের আপত্তি, সম্প্রতি বেশ আলোচিত বিষয় বিশ্বফুটবলে। যে বিতর্কে এবার ঘি ঢেলে দিয়েছে ঘটলো সাও পাওলোর এমন কান্ড। ভবিষ্যতে এমন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সব পক্ষের সহযোগি মনোভাব চায় ফিফা।
এরই মধ্যে বাতিল হওয়ার ম্যাচের রিপোর্ট ফিফার কাছে পাঠিয়েছেন ম্যাচ রেফারি। তথ্য যাচাই বাছাই শেষে দ্রুতই ডিসিপ্লিনারি কমিটি পদক্ষেপ নেবে বলে বিবৃতিতে জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
এদিকে, বিতর্ক পেছনে ফেলে অনুশীলনে ফিরেছে আর্জেন্টিনা দল। সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রথমবারের মতো ঘরের মাটিতে নিজেদের গা গরম করে নিয়েছে আলবিসেলেস্তে। তবে দলের সঙ্গী ছিলেন না, আলোচিত সেই চার ফুটবলার এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, জিওভান্নি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।
ইংল্যান্ডে নিজ নিজ ক্লাবে যোগ দিতে শুক্রবার, বলিভিয়ার বিপক্ষে হোম ম্যাচে খেলবেননা তারা। মিস করতে পারেন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানিও। যিনি ইনজুরির কারণে মিস করেছেন প্রথমদিনের অনুশীলন।
আপনার মূল্যবান মতামত দিন: