কবে মাঠে ফিরছেন মেসি, জানালেন কোচ
প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৫ ১৫:৩৮
আপডেট:
১৬ আগস্ট ২০২৫ ১৮:০৫

চোট কাটিয়ে মাঠে ফিরছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। রোববার ফোর্ট লডারডেলে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে ম্যাচে তাকে পেতে যাচ্ছে ইন্টার মায়ামি। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন দলের কোচ হাভিয়ের মাসচেরানো।
৩৮ বছর বয়সী মেসি ডান পায়ের চোটে ভুগছিলেন। লিগস কাপের নেকাক্সার বিপক্ষে ২ আগস্টের ম্যাচে প্রথমার্ধে তিনি চোট পান। এরপর তিনি টানা দুই ম্যাচে খেলতে পারেননি।
এই সপ্তাহের শুরুতে মেসি আবার অনুশীলনে ফিরেছেন। মাসচেরানো জানান, ‘লিও ভালো আছে। বুধবার থেকে সে দলের সঙ্গে আছে। আমরা বিশ্বাস করি, কোনো অস্বাভাবিক কিছু না ঘটলে আগামীকালের ম্যাচের জন্য তাকে দলে রাখা হবে।’
এ মৌসুমে দুর্দান্ত খেলছেন মেসি। এমএলএস গোল্ডেন বুট দৌড়ে তিনি সমান ১৮ গোল করে ন্যাশভিলের স্যাম সুরিজের সঙ্গে শীর্ষে আছেন। ১৭ ম্যাচে করেছেন ১০টি অ্যাসিস্টও।
মায়ামি ইতিমধ্যে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। এমএলএস টেবিলে দলটির অবস্থান এখন ষষ্ঠ, তাদের সংগ্রহ ৪২ পয়েন্ট। প্লে-অফের কাটা লাইনের উপরে তারা আছে ছয় পয়েন্ট ব্যবধানে।
আপনার মূল্যবান মতামত দিন: