ক্রিকেটারদের সঙ্গে নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে নেই কেউ, ১২ নতুন মুখ
প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ১৩:৫৪
আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ১৩:৫৫

২০২৫-২৬ মৌসুমের জন্য পুরুষ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এবার বেশ বড় একটা চমকই দিয়েছে পিসিবি। এবার কোনো ক্রিকেটারকেই ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়নি।
সাধারণত প্রতি বছর বোর্ডের সর্বোচ্চ ক্যাটাগরিতে একাধিক বড় তারকার নাম দেখা যায়। কিন্তু এবার সেই ধারা ভেঙে নতুনভাবে গঠিত হয়েছে তালিকা। ‘বি’, ‘সি’ এবং ‘ডি’- এই তিন ক্যাটাগরিতে ভাগ করে মোট ৩০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি দিয়েছে পিসিবি।
গত বছর ২৭ জন ক্রিকেটার ছিলেন চুক্তির আওতায়। এবার সেই সংখ্যা বাড়িয়ে ৩০ করা হয়েছে। এর মধ্যে ১২ জন ক্রিকেটার প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে। নতুন মুখগুলো হলেন- আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা এবং সুফিয়ান মোকিম।
গত মৌসুমে ভালো পারফরম্যান্সের সুবাদে পাঁচজন ক্রিকেটার এগিয়েছেন। আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আয়ুব, সালমান আলি আগা এবং শাদাব খান- পাঁচজনই ‘সি’ ক্যাটাগরি থেকে উঠে এসেছেন ‘বি’ ক্যাটাগরিতে।
নয়জন ক্রিকেটার আগের অবস্থানেই রয়েছেন। এর মধ্যে আবদুল্লাহ শফিক রয়েছেন ‘সি’ ক্যাটাগরিতে। ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ‘সি’ ক্যাটাগরিতে আরও রয়েছেন নোমান আলি, সাজিদ খান এবং সৌদ শাকিল। আর ‘বি’ ক্যাটাগরিতে আগের মতোই আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং পেসার শাহিন শাহ আফ্রিদি।
গতবার চুক্তিতে থাকা আটজন এবার চুক্তি থেকে ছিটকে গেছেন। তারা হলেন আমির জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মির হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ ইরফান খান এবং উসমান খান। সবাই ছিলেন ‘ডি’ ক্যাটাগরিতে। চুক্তিগুলো কার্যকর হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।
২০২৫–২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা
বি ক্যাটাগরি:
আব্রার আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, মোহাম্মদ রিজওয়ান, সাইম আয়ুব, সালমান আলি আগা, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি।
সি ক্যাটাগরি:
আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নবাজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নবাজ, নাসিম শাহ, নোমান আলি, সাহিবজাদা ফারহান, সাজিদ খান, সৌদ শাকিল।
ডি ক্যাটাগরি:
আহমেদ দানিয়াল, হুসেইন তালাত, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ, সুফিয়ান মোকিম।
ডিএম/রিয়া
আপনার মূল্যবান মতামত দিন: