সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


সিরি আ-য় ম্যাচ হেরেও মদ্রিচের ভিন্নরকম রেকর্ড


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১২:০১

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ১২:০২

ছবি সংগৃহীত

রিয়াল মাদ্রিদে টানা ১৩ মৌসুম কাটানোর পর এবারের গ্রীষ্মকালীন দলবদলে এসি মিলানে যোগ দিয়েছেন লুকা মদ্রিচ। প্রথমবারের মতো সিরি ‘আ’-তে খেলতে নেমেছিলেন ক্রোয়েশিয়ান তারকা। তার অভিষেকটা সুখের হয়নি। ক্রেমোনেসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে এসি মিলান। দলকে জয় এনে দিতে না পারলেও অভিষেকেই এক অনন্য রেকর্ড গড়েছেন মদ্রিচ।

অভিষেক হওয়ার সময় মদ্রিচের বয়স ছিল ৩৯ বছর ১১ মাস। যার ফলে সিরি ‘আ’তে সবচেয়ে বেশি বয়সে অভিষেক হওয়া ফুটবলার হিসেবে নতুন রেকর্ড স্থাপন করেছেন এই মিডফিল্ডার। এর আগে সিরি ‘আ’-তে সবচেয়ে বেশি বয়সে অভিষেক হয়েছিল এম্পোলির গোলকিপার মাওরিসিউ পুগলিয়েসির।

২০১৬ সালে পুগলিয়েসি মাঠে নামেন ৩৯ বছর ৫ মাস বয়সে। দীর্ঘ ৭ বছর ধরে এই রেকর্ডটি তার দখলে ছিল। কিন্তু গতকাল রাতেই এই রেকর্ডটি ভেঙে দিয়েছেন মদ্রিচ। নিজের অভিষেকে ৭৪ মিনিট মাঠে থাকার পর ফুটমব (ফুটবলভিত্তিক পোর্টাল) এর রেটিং অনুযায়ী ম্যাচে মিলানের তৃতীয় সেরা খেলোয়াড় হয়েছেন মদ্রিচ।

ম্যাচে মদ্রিচের রেটিং ছিল ৭.৬। সেরা দুই ফুটবলার স্ত্রাহিনা পাভলোভিচ ও অ্যালেক্সিস সালেমাকার্স দুজনই পেয়েছেন ৭.৮ রেটিং। ম্যাচ হারায় দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন মিলান কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রি। তিনি বলেন,‘আমরা ৮টি শট নিয়েছি, কিন্তু আমরা জয়লাভের জন্য যথেষ্ট প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম না।’

তিনি আরও বলেন, ‘আমাদের আক্রমণ ও রক্ষণ শক্তি সেই মানের ছিল না। এমন দুটি গোল হজম করেছি, যেগুলো একটু বেশি মনোযোগ দিয়ে খেললে সহজেই প্রতিরোধ করা যেত। এখন আমাদের ছোট ছোট বিষয়ে কাজ করার সময় আছে। সবাইকে ভালোভাবে প্রস্তুত হতে হবে। আমরা এই ধরনের সহজ গোল বারবার হজম করতে পারি না।’

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top