রবিবার, ৩১শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৪৪, ভারত ৮৭


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২৫ ১০:৫৭

আপডেট:
৩১ আগস্ট ২০২৫ ০২:১৮

ছবি সংগৃহীত

স্ট্যান্ডার্ড নারী-পুরুষ ফুটবলের মতো ফুটসালেও ফিফা আলাদা র‌্যাঙ্কিং প্রকাশ করে। গতকাল নারী ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ হয়েছে সর্বোচ্চ সংস্থাটি। যেখানে বাংলাদেশের অবস্থান ৪৪তম আর ভারতের ৮৭তম।

বাফুফের নতুন কমিটি ফুটসালের ওপর জোর দিয়েছে। প্রথমবারের মতো গঠিত হচ্ছে পুরুষ ফুটসাল দল। ইরানি কোচও এনেছে ফেডারেশন। আন্তর্জাতিক ফুটসালে অংশগ্রহণ না করায় পুরুষ ফুটসালে বাংলাদেশ ফিফা র‌্যাঙ্কিংয়ের বাইরে। বাংলাদেশ নারী ফুটসালের র‌্যাঙ্কিং রয়েছে এটা অনেকেরই অজানা ছিল। গতকাল ফিফা র‌্যাঙ্কিং প্রকাশের পর দেখা যায় বাংলাদেশের অবস্থান ৪৪তম। যদিও সেখানে এক ধাপ অবনমন হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান ৮৭তম।

পুরুষ ফুটবলে এশিয়ান কাপ ফুটসালের বাছাই দিয়ে আন্তর্জাতিক অভিষেক হবে বাংলাদেশের। সাবিনা খাতুনরা ২০১৮ সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসাল সরাসরি খেলেছিলেন। যদিও ভিয়েতনাম, চাইনিজ তাইপে ও মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। সেটাই ছিল বাংলাদেশ নারী ফুটসাল দলের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র অংশগ্রহণ।

এএফসি নারী ফুটসালে এশিয়া কাপ ২০১৫ সালে শুরু করেছে। তিন বছর পর ২০১৮ সালে দ্বিতীয় আসরে খেলেছিল বাংলাদেশ। মাত্র ১৫ দল এন্ট্রি দেওয়ায় বাছাইয়ের পরিবর্তে মূল পর্ব হয়েছে সরাসরি। সাত বছর বিরতি দিয়ে এবার নারী এশিয়ান ফুটসালের তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে।

চার বছরের মধ্যে কোনো ম্যাচ খেলেনি কিংবা অফিসিয়াল র‌্যাঙ্ক রয়েছে এমন প্রতিপক্ষের সঙ্গে কয়েকটি ম্যাচ না খেললে ফুটসাল র‌্যাঙ্কিংয়ে আনে না ফিফা। ছয় বছরের বেশি সময় বাংলাদেশ নারী ফুটসাল দল ম্যাচ না খেললেও র‌্যাঙ্কিংয়ে রয়েছে। বাংলাদেশ একবারই আন্তর্জাতিক ফুটসাল খেললেও বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন মালদ্বীপে ফুটসাল টুর্নামেন্ট খেলেছেন একাধিকবার। জাপানি বংশোদ্ভূত সুমাইয়া মাতসুসিমাও দেশের বাইরে ফুটসাল খেলেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top