শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


বিশ্বকাপের দল ঘোষণার পর আফগান অধিনায়কের পদত্যাগ


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩৬

আপডেট:
১১ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩৬

আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করার পরেই আফগানিস্তানের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন রশিদ খান। তাই এসিবি তড়িঘড়ি নতুন অধিনায়কের নাম ঘোষণা করে। বড় মঞ্চে অভিজ্ঞ নবিকে নেতা হিসেবে বেছে নেয় আফগান বোর্ড।

এর আগেও আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন নবি।

ক্রিকবাজের খবরে জানা গেছে,বিশ্বকাপের কথা মাথায় রেখে রশিদকে টি-টোয়েন্টির অধিনায়ক বেছে নিয়েছিল আফগান ক্রিকেট বোর্ড। তবে তাঁর সঙ্গে আলোচনা না করে বিশ্বকাপের দল ঘোষণা না করায় ক্ষুব্ধ হন তারকা স্পিনার। অধিনায়ক হিসেবে তাঁর দল নির্বাচনে মতামত জানানোর অধিকার আছে বলে মনে করেন তিনি।

আফগানিস্তান দল : রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, আসগর আফগান, মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমান, করিম জানাত, গুলবদিন নাইব, নাভিন উল হক, হামিদ হাসান, শরাফউদ্দিন আশরাফ, দওলত জাদরান, শাপুর জাদরান ও কাইস আহমেদ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top