সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


জাতীয় কিক বক্সিংয়ে নজরকাড়া সাফল্য বাংলাদেশ স্কুল অফ মার্শাল আর্টসের


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫ ১০:৪৮

আপডেট:
২৯ ডিসেম্বর ২০২৫ ১২:৩৬

ছবি : সংগৃহীত

দক্ষতা, শৃঙ্খলা ও ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ স্কুল অফ মার্শাল আর্টস। রাজধানীতে অনুষ্ঠিত ১৪তম জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতা–২০২৫ এ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দেশের মার্শাল আর্ট অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে প্রতিষ্ঠানটি

রাজধানীর ঐতিহ্যবাহী ‘মোহাম্মদ আলী বক্সিং’ ভেন্যুতে বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য প্রতিভাবান কিক বক্সার অংশ নেন। বাংলাদেশ স্কুল অফ মার্শাল আর্টসের প্রশিক্ষিত শিক্ষার্থীরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করে সাহসিকতা, শৃঙ্খলা ও ক্রীড়া নৈপুণ্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসতিয়াক আবেদিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল এহসান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান।

তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই আসরে বাংলাদেশ স্কুল অফ মার্শাল আর্টসের শিক্ষার্থীরা আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি, নিয়মিত অনুশীলন ও মানসিক দৃঢ়তার প্রতিফলন ঘটিয়ে প্রতিটি ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করেন। খেলোয়াড়দের সুশৃঙ্খল উপস্থিতি, গলায় ঝুলতে থাকা পদক এবং ব্যানারে প্রতিষ্ঠানের নাম—সব মিলিয়ে এটি ছিল প্রতিষ্ঠানটির জন্য এক গর্বের মুহূর্ত।

প্রতিষ্ঠানটির প্রশিক্ষক মুকিতুল ইসলাম রাতুল বলেন, আমরা শিক্ষার্থীদের শুধু শারীরিক দক্ষতায় সীমাবদ্ধ রাখি না, বরং আত্মনিয়ন্ত্রণ, নৈতিকতা ও নেতৃত্বগুণ বিকাশের ওপর গুরুত্ব দিই। খেলায় হার-জিত থাকবেই, তবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শৃঙ্খলা ও আত্মবিশ্বাস অর্জন করাই সবচেয়ে বড় অর্জন।

শিক্ষার্থীরা সম্মানজনক অবস্থান তৈরি করায় তিনি সন্তুষ্ট এবং সুন্দর আয়োজনের জন্য বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান।

ক্রীড়ামোদী ও সংশ্লিষ্ট মহলের মতে, নিয়মিত জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ স্কুল অফ মার্শাল আর্টস দেশের কিক বক্সিং ও মার্শাল আর্টসকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, এই অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলাকে আরও অনুপ্রাণিত করবে এবং আগামী দিনে তারা আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের লাল-সবুজের পতাকা গর্বের সঙ্গে তুলে ধরবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top