শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


সবচেয়ে বুড়ো হয়ে হ্যাটট্রিক করা বেনজেমা


প্রকাশিত:
১০ মার্চ ২০২২ ২২:৫৫

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১১:৫৪

 ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের বিদায়টা তখন অনেকের কাছেই মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। এমন সময়ই জ্বলে উঠেন করিম বেনজেমা। করেন হ্যাটট্রিক। এর মধ্যে পরের দুই গোল করেন ১০৬ সেকেন্ডের ব্যবধানে। পিএসজির বিপক্ষে দুই লেগ মিলিয়ে ২-০ গোলে পিছিয়ে থেকেও পরে ৩-২ গোলের দারুণ জয় পেয়েছে রিয়াল।

এই ম্যাচের পর ফরাসি তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বেনজেমা এখন চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি বয়সী হ্যাটট্রিক করা ফুটবলার। পিএসজির বিপক্ষে ৩৪ বছর ৮০ দিন বয়সে হ্যাটট্রিক করেন তিনি। তাকে অসাধারণ নেতা বলছেন আনচেলত্তি।

তিনি বলেছেন, ‘করিম বেনজেমা অসাধারণ নেতা। অসাধারণ সেন্টার ফরোয়ার্ড। সে যা করেছে, আমি খুব খুশি, তার আচরণেও। প্রথম গোলের পর আমরা ভালো গতি পেয়েছি। ভালো চাপ দিয়েছি ও বল নিয়ন্ত্রণ করেছি। দ্বিতীয়ার্ধে কম কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে প্রথমার্ধের তুলনায়।’

পিএসজির বিপক্ষে হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদের গোল স্কোরারদের তালিকাতে তিনে চলে এসেছেন বেনজেমা। ক্লাবটির হয়ে তার গোল সংখ্যা ৩০৯টি। তার করা প্রথম গোলটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে বিশ্বাস পিএসজি কোচ মৌরিসিও পচেত্তিনোর। প্রায় একই কথা বললেন আনচেলত্তিও।

তিনি বলেছেন, ‘বিরতির সময়, নিজেদের আমরা বলেছি আমাদের ম্যাচে থাকতে হবে। এমনকি কঠিন সময়েও ভেবেছি কিছু হতে পারে। পিএসজি দারুণ ফুটবলারদের দুর্দান্ত দল। কিন্তু এটাই ফুটবল। সব ছোট জিনিসই সবকিছু বদলে দিতে পারে প্রথম গোলটার মতো করে।’

ওই গোলটাকে পিএসজি কোচ ফাউল দাবি করলেও তেমন মনে করেন না আনচেলত্তি, ‘আমি তেমন মনে করি না। আমরা অনেক ভুগেছি, কিন্তু সফলও হয়েছি। বল ধরে রাখাটা কঠিন ছিল। আমরা চাপ দিতে চাচ্ছিলাম, এরপর করিমের ওই চাপটা আমাদের সুযোগ করে দিয়েছে ম্যাচটা জেতার। শেষ আধঘণ্টায়, মাঠে একটা দলই ছিল।’

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top