এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়
প্রকাশিত:
১১ অক্টোবর ২০২২ ২২:০৫
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৯:১২

বৃষ্টির কারণে বাংলাদেশ নারী ক্রিকেট দল ছিটকে গেল এশিয়া কাপ থেকে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।
সমীকরণ ছিল এদিন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো সেমিফাইনাল। তবে বৃষ্টির কারণে বাংলাদেশ-আমিরাতের ম্যাচের টসটাও হলো না।
দুই ঘণ্টা অপেক্ষার পর পরিত্যক্ত করা হলো ম্যাচটা। তাতেই এশিয়া কাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের।
এর আগে গতকাল শ্রীলংকার কাছে হেরে সেমিফাইনাল ভাগ্য ঝুলছিল ভারত বনাম থাইল্যান্ডের ম্যাচের ওপর। ম্যাচটি থাইল্যান্ড বড় ব্যবধানে হারায় বাংলাদেশের সুযোগ ছিল আমিরাতকে হারিয়ে চারে ওঠার। তবে বৃষ্টি শেষ করে দিল বাংলাদেশের স্বপ্ন।
আপনার মূল্যবান মতামত দিন: