সোমবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৪, ৮ই আশ্বিন ১৪৩১


বিশ্বকাপের আগে ভারতের কাছে পরাজয় দ. আফ্রিকার


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২২ ০৫:২৬

আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩২

ছবি সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি দলই যথাযথ প্রস্তুতি জোরদারে ব্যস্ত। সেই ব্যস্ততায় ছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলেও।

কিন্তু শুরুতেই মঙ্গলবার (১১ অক্টোবর) ভারত সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যাওয়া প্রোটিয়া দলটি ওয়ানডে সিরিজও হেরে গেছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ‘অঘোষিত ফাইনালে’ আজ মঙ্গলবার চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ২৭.১ ওভারে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপের আগে নিজেদের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় তারা।

মঙ্গলবার (১১ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিংয়ে নেমে কুলদিপ যাদব, শাহবাজ আহমেদ এবং ওয়াশিংটন সুন্দরের স্পিন আর মোহাম্মদ সিরাজের গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ২৭.১ ওভারে মাত্র ৯৯ রানেই অলআউট হয় প্রোটিয়া দলটি।

মামুলি স্কোর তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের ১৮৫ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয় পায় ভারত। এই জয়ে টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডে সিরিজও (২-১) নিজেদের করে নেয় স্বাগতিকরা।

সিরিজের শেষ ওয়ানডেতে ভারতের জয়ে ৪৯ রান করে আউট হন শুভমান গিল। ২২ রানে অপরাজিত থাকেন স্রেয়াশ আইয়ার।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top