সোমবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৪, ৮ই আশ্বিন ১৪৩১


ব্যতিক্রম মুশফিক, মাঠে ফিরেই সেঞ্চুরি


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২২ ২২:৪৮

আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৯

ছবি সংগৃহীত

ক্রিকেটার মুশফিকুর রহিম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিন সেঞ্চুরি পেয়েছেন। চট্টগ্রামে দ্বিতীয় স্তরের ম্যাচে তার অপরাজিত ১০৮ রানের সুবাদে রাজশাহী বিভাগ ১৯৯ রানের লিড পেয়েছে ঢাকা মেট্রোপলিসের বিপক্ষে। কক্সবাজারে বরিশাল বিভাগের থেকে ৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে ৮ উইকেটে ১৬৯ রান তোলা খুলনা বিভাগ।

প্রথম স্তরে বিকেএসপিতে ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংসে নেমে ৪৯ রানের লিড নিয়েছে সিলেট বিভাগের বিরুদ্ধে। মিরপুরে অন্য ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে নামা চট্টগ্রাম বিভাগ এগিয়ে আছে ৩০ রানে।

তারকা ক্রিকেটাররা ব্যর্থ হলেও ব্যতিক্রম মুশফিক। ২ উইকেটে ৭২ রান নিয়ে খেলতে নেমে রাজশাহী ৬ উইকেটে ৩৩৩ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে মেট্রোর বিপক্ষে। মুশফিক ২৪২ বলে ৬ চারে ১০৮ এবং ফরহাদ রেজা ৫৮ রানে ব্যাট করছেন। জুনায়েদ সিদ্দীকি ৫৩, প্রীতম কুমার ৫১ রান করেন। মেট্রো প্রথম ইনিংসে ১৩৪ রানে গুটিয়ে যায়।

কক্সবাজারে ৭ উইকেটে ২১০ রান নিয়ে খেলতে নেমে বরিশালের প্রথম ইনিংস ২৪৮ রানে থামে। ফজলে রাব্বি ৬৩, সালমান হোসেন ৭৯ রান করেন। শেখ মেহেদি ৪৫ রানে ৪ উইকেট নেন। জবাবে দ্বিতীয় দিনশেষে ৮ উইকেটে ১৬৯ রান করেছে খুলনা। অথচ নাহিদুল ইসলাম ১৮১ বলে ৮ চার, ৪ ছয়ে ৮৮ রানে অপরাজিত আছেন। প্রথম স্তরের দুই ম্যাচেই বোলারদের দাপট।

বিকেএসপিতে ঢাকার করা ১২৮ রানের জবাবে সিলেট প্রথম ইনিংসে তুলেছে ১৬৭ রান। অমিত হাসান ৬৩ রান করেন। নাজমুল ইসলাম অপু ৪টি ও তাইবুর রহমান ৩টি উইকেট নেন। দিনশেষে দ্বিতীয় ইনিংসে ঢাকা ২ উইকেটে ৮৮ রান তুলে ৪৯ রানে এগিয়ে গেছে। মিরপুরে চট্টগ্রামের প্রথম ইনিংসে করা ১২৬ রানের জবাবে রংপুর ২ উইকেটে ৯৬ রান তোলে। দ্বিতীয় দিন তারা ২২২ রানে থেমেছে। নাঈম ইসলাম ৫১ ও আব্দুল্লাহ আল মামুন ৩১ রান করেন।

হাসান মুরাদ ৪৬ রানে নেন ৫ উইকেট। দিনশেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১২৬ রান তুলে ৩০ রানের লিড নিলেও বিপদে চট্টগ্রাম। তামিম ২১, মাহমুদুল হাসান জয় ৭, মুমিনুল হক ২২ রানে সাজঘরে ফিরলেও ইরফান শুক্কুর ৪৮ বলে ৭ চারে ৫০ রানে অপরাজিত আছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top