সোমবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৪, ৮ই আশ্বিন ১৪৩১


বিশ্বকাপ থেকে সড়ে দাঁড়ানোর হুমকি পাকিস্তানের


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২২ ২৩:১৮

আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৬

ছবি সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দল আগামী এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে একদিনের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেবে পাকিস্তান।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা হুমকি দিয়ে এ কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। খবর এনডিটিভি, আনন্দবাজার ইন্ডিয়া টুডের

মঙ্গলবার (১৮ অক্টোবর) জয় বলেন, আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কিনা সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটি নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।

তার এ মন্তব্যে ক্ষোভ তৈরি হয়েছে পাকিস্তানের ক্রিকেট মহলে। সাবেক ব্যাটার সাঈদ আনোয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন। তার পরই ভারতীয় বোর্ডকে পাল্টা হুমকি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সিনিয়র সদস্য বলেছেন, ‘পিসিবি কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কঠিন ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। সবাই জানে আইসিসি এবং এসিসির প্রতিযোগিতাগুলোতে কিছু বাণিজ্যিক দায় থাকে। বহুদলীয় প্রতিযোগিতাগুলোতে পাকিস্তান-ভারত খেলা না হলে বিপুল আর্থিক ক্ষতি হবে।’

উল্লেখ্য, ভারত বহুদলীয় প্রতিযোগিতায় পাকিস্তানের সঙ্গে খেললেও ২০০৮ সালের পর ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে খেলেনি। পাকিস্তান শেষবার ভারত সফরে এসেছিল ২০১২ সালে সাদা বলের ক্রিকেট খেলতে।

পিসিবির এক মুখপাত্র বলেন, ‘এখনই আমরা কোনো মন্তব্য করতে চাই না। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। আগামী মাসে মেলবোর্নে আইসিসির বোর্ড মিটিংয়ে যথাযথভাবে বিষয়টি তুলব আমরা।’

পিসিবি কর্মকর্তারা বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন। ২০২৩ সালের এশিয়া কাপ প্রায় এক বছর দেরি। এখনই কেন এ ব্যাপারে জয় মন্তব্য করতে গেলেন, তা বুঝতে পারছেন না তারা। পিসিবির এক কর্তা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমরা বুঝতে পারছি না জয় কী করে একতরফাভাবে প্রতিযোগিতা সরিয়ে নেওয়ার কথা বলতে পারেন। পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে এসিসির এক্সিকিউটিভ বোর্ড। এসিসি সভাপতি দেননি। জয় কীভাবে এমন কথা বলছেন?’

বিসিসিআই সচিবের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এসিসিকে কড়া চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তারা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তারা ভারতীয় বোর্ডের কথামতো চললে কঠোরতম পদক্ষেপ করতেও প্রস্তুত তারা। প্রয়োজনে এসিসি থেকে বেরিয়ে যাওয়ার পথ খোলা রেখে এগোতে চান পিসিবি কর্মকর্তারা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top