বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


সাকিবের দোষে হেরেছে বাংলাদেশ


প্রকাশিত:
৩ নভেম্বর ২০২২ ২২:৫৯

আপডেট:
২ মে ২০২৪ ০৮:৪৪

ছবি সংগৃহীত

ভারতের বিপক্ষে আরও একবার শেষ বলে হারের হতাশায় ডুবেছে বাংলাদেশ। যাতে করে দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনাও অনেকটাই ধূসর হয়ে গেছে। ভারতের কাছে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ৫ রানের এই হারের পেছনে সাকিবের দোষ দেখছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ। তার মত, অধিনায়কের মতো দায়িত্ব নিয়ে খেলতে পারেননি সাকিব।

ক্রিকবাজের এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তার কথা, ‘অধিনায়কের দায়িত্ব নিয়ে খেলা উচিত। শান্ত এর আগে আউট হয়েছে। আর সাকিবও আউট হলো একই ওভারে। তারা দ্রুত দুটো উইকেট খুইয়ে বসেছিল, যদি একটা জুটি গড়ে উঠত… টি-টোয়েন্টিতে ১০ বলে ২০ রানের একটা জুটিও অনেক পার্থক্য গড়ে দিতে পারে।’

গত রাতের এই ম্যাচে ভারতের ব্যাটাররা যখন একের পর এক বিদায় নিচ্ছিলেন ইনিংসের শেষ ভাগে, তখন বিরাট কোহলি ছিলেন অটল। মাঠ ছেড়েছেন ২০ ওভার শেষে, ৪৩ বলে ৬৩ রান করে। তেমন কিছু সাকিবেরও করতে হতো, বিশ্বাস শেবাগের। বললেন, ‘আমার বিশ্বাস, অধিনায়ক একটা ভুল করেছে, তার অভিজ্ঞতা আছে; সে তার দায়িত্ব বুঝে নিতে হবে, শেষ পর্যন্ত খেলতে হবে, কোহলি যেমন খেলেছে।’

ম্যাচের আগে সাকিব পরিষ্কার ফেভারিট বলেছিলেন ভারতকে। বলেছিলেন, ‘আমরা বিশ্বকাপ জিততে আসিনি, ভারত জিততে এসেছে; এই ম্যাচে তাই তারাই ফেভারিট। তাদের যদি হারাতে পারি, তাহলে বিষয়টা আপসেট হবে। সেটা করতে পারলে বেশ খুশি হবো।’

সাকিবের সেই কথাকেও শূলে চড়িয়েছেন ভারতের সাবেক এই ব্যাটার। এমন কথাকে ‘বোকার মতো কথা’ বলেও আখ্যা দিলেন তিনি। বললেন, ‘বোকার মতো কথা বলার না বলে তার উচিত ছিল তার দলকে বিপদমুক্ত করা।’

গত রাতের এই ম্যাচের শেষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় গ্রুপের শীর্ষে উঠে গেছে ভারত। চার ম্যাচ শেষে দলটির জয় তিনটি, ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের চূড়ায় আছে দলটি। দক্ষিণ আফ্রিকা আছে দুইয়ে, তাদের পয়েন্ট ৫। ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বাংলাদেশ, ৩ পয়েন্ট নিয়ে এর পরের অবস্থানটা জিম্বাবুয়ের। সবশেষ ম্যাচে জয়ে ২ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে তালিকার পাঁচে, যদিও বাবর আজমদের হাতে আছে আরও দুই ম্যাচ। সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে নেদারল্যান্ডস আছে পয়েন্ট তালিকার তলানিতে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top