সোমবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৪, ৮ই আশ্বিন ১৪৩১


পাকিস্তানের প্রধান নির্বাচক শহিদ আফ্রিদি


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২২ ০৬:২৫

আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৬

ফাইল ছবি

দিন-দুয়েক আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্বে রদবদল এসেছে। রমিজ রাজাকে বিদায় করে দায়িত্বে দেওয়া হয়েছে নাজাম শেঠিকে। পিসিবি এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসাবে নিয়োগ দিয়েছে। আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে এই দায়িত্বে থাকবেন আফ্রিদি।

আফ্রিদির সঙ্গে নির্বাচক প্যানেলের দায়িত্বে রয়েছে দেশটির সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক এবং সাবেক পেসার রাও ইফতিখার আনজুম।

পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি এ নিয়ে বলেন, ‘আমি জাতীয় দলের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটিকে স্বাগত জানাচ্ছি। আমার কোন সন্দেহ নেই যে এই সীমিত সময়েও তারা সাহসী সিদ্ধান্ত নেবে। যা আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে শক্ত ও প্রতিযোগিতামূলক দল গড়তে সাহায্য করবে।’

শেঠি আরও যোগ করেন, ‘শহীদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার ছিলেন যিনি কোন ভয় ছাড়া ক্রিকেট খেলেছেন। তার ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা আছে। সব ফরম্যাটে অংশ নিয়ে সে সফল হয়েছে, তরুণদের সাহায্য করেছে। আমাদের মতে আধুনিক ক্রিকেটে তার চেয়ে যোগ্য কেউই নেই। আমি তার ব্যাপারে আত্মবিশ্বাসী। সে সেরা ক্রিকেটারদের নির্বাচন করবে এবং দলকে সাফল্য পেতে সাহায্য করবে।’

এদিকে নতুন দায়িত্ব খুশি শহীদ আফ্রিদি বলেন, ‘আমি গর্বিত এই দায়িত্ব পেয়ে। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চটা দেব। আমি দ্রুত একটি সভা ডাকব যেখানে নির্বাচকদের সঙ্গে আগামী ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা জানাব।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top