সোমবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৪, ৮ই আশ্বিন ১৪৩১


সবচেয়ে বেশি উইকেট নিয়ে বছর শেষ মিরাজের


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২২ ০৩:৩২

আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৫

ফাইল ছবি

২০২২ সালে ব্যাট হাতে বাংলাদেশ দলের হয়ে সব আলো কেড়েছেন লিটন দাস। এক বছর ক্যালেন্ডারের ইতিহাসে সর্বোচ্চ ১৯২১ রান করেছেন তারকা এই ব্যাটার। বল হাতে ২০২২ সালে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের নাম মেহেদী হাসান মিরাজ।

তিন ফরম্যাট মিলিয়ে ২০২২ সালে এই অলরাউন্ডার খেলেছেন ২৯ ম্যাচ। আর উইকেট শিকার করেছেন ৫৯টি। ওয়ানডে দলের হয়ে ১৫ ম্যাচ খেলে নিয়েছেন ২৪ উইকেট। রান দিয়েছেন ৬৭৭, বল করেছেন ৭৪৬টি। প্রতি ২৮ বল অন্তর নিয়েছেন ১টি করে উইকেট। টেস্টে মিরাজ উইকেট নিয়েছেন ৩১টি, ম্যাচ খেলেছন ৮টি। ২০৬১ টি বল করে রান দিয়েছেন ১০৩০। প্রতি ৩৩ বল অন্তর নিয়েছেন ১টি করে উইকেট।

টি-টোয়েন্টিতে দলের হয়ে মিরাজ খেলেছেন ৬ ম্যাচ। উইকেট নিয়েছেন ৪টি, রান দিয়েছেন ৯৬। প্রতি ২৪ বল অন্তর নিয়েছেন ১টি করে উইকেট। এছাড়া ২০২২ সালে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেক সৈকত।

বছর জুড়ে এমন পারফরম্যান্সের ফল অবশ্য পেয়েছেন মিরাজ। ডিসেম্বরে সবশেষ প্রকাশিত আইসিসির ওয়ানডে অলরাউন্ডার তালিকার সেরা তিনে অবস্থান করছেন এই টাইগার ক্রিকেটার। এক নম্বরে যথারীতি রয়েছেন সাকিব আল হাসান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top