সোমবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৪, ৮ই আশ্বিন ১৪৩১


ঘরের মাঠেই ক্যাবরেরার চ্যালেঞ্জ


প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২৩ ০৬:২০

আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৭

 ফাইল ছবি

জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি নবায়ন হতে যাচ্ছে এমন তথ্য দুই পক্ষই জানিয়েছিল। জাতীয় দল কমিটি তাদের সর্বশেষ সভায় ক্যাবরেরাকে আরও এক বছর জামাল ভূঁইয়াদের কোচ রাখার সিদ্ধান্ত নেয়।

চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত হ্যাভিয়ের বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করবেন। বাফুফে ও হ্যাভিয়েরের মধ্যে নতুন চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হয়েছে। আজ এক ভিডিও বার্তায় বাফুফের সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ নিশ্চিত করেন। পুনরায় হ্যাভিয়েরের উপর ভরসা রাখার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘এই বছর আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। আশা করি তার মাধ্যমে বাংলাদেশ ফুটবল ভালো কিছু করতে সক্ষম হবে।’

হ্যাভিয়েরও এক ভিডিও বার্তায় বাফুফেকে তার প্রতি আস্থার জন্য ধন্যবাদ দিয়ে বলেন, ‘বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, জাতীয় দল কমিটির চেয়ারম্যান নাবিল, টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলিকে ধন্যবাদ আমাকে পুনরায় দায়িত্ব দেয়ায়।’

নতুন দায়িত্বে হ্যাভিয়েরের প্রথম অ্যাসাইনমেন্ট মার্চ মাসে। এই সম্পর্কে তিনি বলেন, ‘সম্ভবত মার্চ উইন্ডোতে আমরা দু’টি ম্যাচ খেলব। ম্যাচ দু’টি হোমে হতে পারে।’

গত বছর জানুয়ারিতে বাংলাদেশে আসেন ক্যাবরেরা। ১১ মাসের চুক্তি শেষ হয় ডিসেম্বরে। ক্যাবরেরার অধীনে বাংলাদেশ দল একটি প্রীতি ম্যাচে জয় পেয়েছে। এছাড়া তেমন বড় কোনো সাফল্য নেই। এরপরেও বাফুফে হ্যাভিয়েরের উপরই আস্থা রাখছে। হ্যাভিয়ের বাংলাদেশের কোচ হিসেবে আরও এক বছর কাজ করবেন সেটা আগেই ঘোষণা ছিল। এখন কাগজ-কলমও হয়েছে।

বড়দিন ও নতুন বছরের ছুটি কাটাতে নিজ দেশে ছিলেন হ্যাভিয়ের। সেই ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন। বাফুফে কার্যালয়ে কাজও শুরু করেছেন জামালদের কোচ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top