দুই বছর পর ফিরছেন ‘৮০ শতাংশ’ ফিট আর্চার
প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৩ ০৩:১৫
আপডেট:
২১ আগস্ট ২০২৫ ১১:৩৬

প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে মাঠে নামছেন জোফরা আর্চার। ২০২১ সালে ইনজুরি নিয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। সব ঠিক থাকলে কনুইয়ের ওই ইনজুরি থেকে ফিরে শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মঙ্গানুই ওভালে ওয়ানডে খেলতে নামবেন ডানহাতি দ্রুতগতির এই ইংলিশ পেসার।
জোফরা মনে করছেন, তিন এখন ৮০ শতাংশ ফিট। তবে খেলতে শুরু করলে পূর্ণ ফিট হয়ে ফিরবেন বলে আশা তার। ২০১৯ সালটা অসাধারণ গেছে তার। দীর্ঘদেহি এই পেসার আশা করছেন, তার এই ফেরা হবে ২০১৯ সালের পুনরাবৃত্তি।
ব্লুমফনটেইনে সাংবাদিকদের আর্চার বলেছেন, ‘আশা করছি, ফেরাটা ২০১৯ সালের মতো হবে। সামনে আবার একটি বিশ্বকাপ আছে। একই বছর অ্যাশেজ আছে, আশা করছি একই রকম খেলতে পারবো। পেছনে ফিরে তাকানোর কোন কারণ নেই। আমি আমার কাজ (সুস্থ হওয়ার প্রক্রিয়া) শেষ করে এসেছি এবং এখন আমি এখানে (দলে)। এটাই গুরুত্বপূর্ণ। সম্ভবত নিজেকে ৮০ শতাংশ ফিট বলবো। এখন শুধু ভালো মোমেন্টাম দরকার।’
ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন জোফরা আর্চার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলা আর্চারকে ওই বিশ্বকাপ দলে নেওয়ায় প্রশ্ন উঠেছিল। বিশ্বকাপের মাত্র দু’মাস আগে তিনি ইংল্যান্ড জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। তবে পারফরম্যান্স দিয়ে সব প্রশ্ন উড়িয়ে দেন তিনি।
নতুন ফেরাকে আবেগের মনে করছেন জোফরা আর্চার, ‘আমি জানি আমি পূর্ণ ফিট। আমার ভয় পাওয়ার তেমন কিছু নেই। কারণ আমাকে থামাতে পারে এমন বিষয় খুব কম আছে। কয়েক সপ্তাহ আগে প্রথম ক্রিকেট খেলেছি, এখনও আমি ওই আবেগে ভাসছি। আমার কোন কিছু নিয়েই কোন দুঃখ নেই। যা কিছু ঘটেছে তার পিছনে নিশ্চয় কারণ ছিল এবং আমি এখন দক্ষিণ আফ্রিকায়; এর পেছনেও নিশ্চয় কারণ আছে।’
জোফরাকে বোলিং করতে দেখে ইংল্যান্ডের বোলিং কোচ ম্যাথু মট উচ্ছ্বসিত। আর্চার এক দশকে তার দেখা সেরা কিছু বলেও উল্লেখ করেছেন, ‘দূর থেকে তাকে দেখে মনে হয়েছে, সে গত এক দশকে ক্রিকেটে উচ্ছ্বসিত হওয়ার মতো সেরা বিষয়। সে বোলিং করছে, আপনি বসে বসে দেখছেন, এটা অসাধারণ কিছু। সে ও মার্ক উডের মতো গতিময় বোলার দলে থাকলে অন্যদের আত্মবিশ্বাস বেড়ে যায়।’
আপনার মূল্যবান মতামত দিন: