শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে চীন 'আর্নি বট' আনলেও হতাশ বিনিয়োগকারীরা


প্রকাশিত:
২৬ মার্চ ২০২৩ ২০:৪৫

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৭:৫১

 ফাইল ছবি

চীনের Baidu সংস্থা তার বহুল প্রতীক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত চ্যাটবট উন্মোচন করেছে যা ‘আর্নি বট (Ernie Bot)নামে পরিচিত। তবে পাবলিক লঞ্চ বিলম্বিত হবার কারণে এর বিনিয়োগকারীরা হতাশ।

যার ফলে শেয়ারগুলি বিপর্যস্ত হচ্ছে। Alphabet Inc. এর Google তার ইমেল এবং ক্লাউড সফ্টওয়্যারের জন্য AI প্রযুক্তির উন্মোচনের দুই দিন পরে এই খবর সামনে আসে। মার্কিন গবেষণা ল্যাব OpenAI-জানাচ্ছে যে ChatGPT-এর জন্য চীনের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারে।

ChatGPT এর প্রতিদ্বন্দ্বী হিসেবে আর্নি বট গত নভেম্বরে জনসাধারণের জন্য চ্যাটবট হিসেবে বিনামূল্যে চালু করা হয়েছিল। তবে Baidu ’র ‘আর্নি বট’ প্রযুক্তিতে কন্টেন্ট তৈরির ফিচার সম্পৃক্ত হলেও এই কন্টেন্টগুলো ব্যবসায় সম্পর্কিত কাজের ক্ষেত্রে কতটুকু কার্যকরী হবে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

এর আগে Baidu’র পক্ষ থেকে আর্নি বট সম্পর্কে প্রতিষ্ঠানটির বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির সিইও রবিন লি বলেন, "আমরা প্রথমে Baidu সার্চ ইঞ্জিনে আর্নি বট যুক্ত করবো। মার্চ মাস থেকেই সবাই প্রযুক্তিটি ব্যবহার করতে পারবেন।"

রবিন আরও জানান, আর্নি বট ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় কন্টেন্ট তৈরি করা যাবে।

এতে পারস্পরিক ক্রিয়াশীল ফিচারও যুক্ত করা হবে। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি ছোট প্রেজেন্টেশান তুলে ধরেছে Baidu. এটি শুধুমাত্র বৃহস্পতিবার থেকে ইনভিটেশন কোডসহ ব্যবহারকারীদের একটি প্রাথমিক গোষ্ঠীর ট্রায়ালের জন্য উন্মুক্ত করা হয়েছে।

কোম্পানি বলেছে-Baidu-এর ক্লাউড প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারী তাদের পণ্যগুলিতে বট এম্বেড করার জন্য আবেদন করতে পারে। একদিকে যখন কোম্পানির সিইও রবিন লি বক্তৃতা করছিলেন অন্যদিকে Baidu-এর হংকং শেয়ার ১০% এর মতো কমে যায়।

যা চীনা সার্চ ইঞ্জিন জায়ান্টের বাজার মূল্য থেকে ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। মর্নিংস্টারের একজন বিশ্লেষক কাই ওয়াং জানাচ্ছেন, '' মনে হচ্ছে যে রবিন লি এর উপস্থাপনাটি একটি ইন্টারেক্টিভ সেশনের চেয়ে বেশি একটি মনোলোগ এবং স্ক্রিপ্টেড ছিল। আর্নি বট লঞ্চের নির্দিষ্ট কোনো তারিখও তিনি জানাননি। তাই উৎসুক মানুষ আগ্রহ হারিয়ে ফেলেন সহজেই।''

মাইক্রোসফ্ট চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী গড়ে তোলার জন্য Baiduকে চীনের টেক জায়ান্ট এবং স্টার্টআপদের মধ্যে প্রতিযোগিতার বাজারে লিডার হিসাবে দেখা হয়, যা বিশ্বে ঝড় তুলেছিলো। কোম্পানির Ernie এর মানে হলো "Enhanced Representation through Knowledge Integration. অর্থাৎ AI-চালিত Ernie -কে শিক্ষার মডেল হিসেবে গড়ে তোলাই লক্ষ্য কোম্পানির।

Baidu এর বেইজিং সদর দফতরে উপস্থাপনার সময় লি বার বার একটি কথার ওপর জোর দিচ্ছিলেন -'' আমরা জানি এটি নিখুঁত নয়। তা সত্ত্বেও আমরা Ernie Bot আনছি, কারণ বাজার এটির চাহিদা আছে। ''Baidu তাৎক্ষণিকভাবে শেয়ার ড্রপের বিষয়ে মন্তব্য করতে চায়নি।

কিন্তু উপস্থাপনার পরে এর ৩০,০০০ টিরও বেশি কর্পোরেট ব্যবহারকারী Ernie Bot-এর ব্যবসা-মুখী সংস্করণের API পরীক্ষা করার জন্য আবেদন করেছে এবং Baidu-এর ক্লাউড ওয়েবসাইটে ট্র্যাফিক বেড়েছে। ChatGPT প্রকাশের পর, শুধুমাত্র Baidu বিশ্বের প্রধান প্রযুক্তি কোম্পানিগুলির মধ্যে একটি বেঞ্চমার্ক পণ্য তৈরি করেছে বলে দাবি কোম্পানির।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top